রামপালে ৩৯ টি সার্বজনীন দূর্গা মন্দিরে এ বছর দূর্গা পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রামপাল উপজেলা শাখার সাধারণ সম্পাদক অসিত বরণ কুণ্ডু জানান, প্রতি বছরের ন্যায় এবার ও যথা নিয়মে এবং করোনা মহামারীর কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে ও সরকারি নির্দেশনা মেনে পূজা অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে কথা হয় রামপাল থানার ওসি মোঃ মনজুরুল আলমের সাথে। তিনি জানান, সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে নিরাপত্তা নিশ্চিত করা হবে, যাতে করে সবাই ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারেন।
রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস এর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘শারদীয় দূর্গা পূজা পালনের জন্য সরকারের দিক নির্দেশিত মোতাবেক এবং যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পূজা অনুষ্ঠিত হতে পারে সে জন্য সবধরনের ব্যবস্থা নেওয়া হবে। সরকারিভাবে এ বছর ১৯ মেঃ টন চাল বরাদ্দ পাওয়া গেছে। পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলে তাদের চাল দেওয়া হবে। করোনা পরিস্থিতির কারণেে সরকারি কিছু দিকনির্দেশনা মেনে চলার জন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি।
খুলনা গেজেট/এনএম