খুলনা, বাংলাদেশ | ৯ পৌষ, ১৪৩১ | ২৪ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ঢাকার চিঠি গ্রহণ করেছে দিল্লি, নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মুখপাত্র
  ২০২৫ সালে দেশের সব সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি ৭৬ দিন, একটানা বন্ধ ২৮ দিন

রামপালে র‌্যাবের হাতে পিস্তল ও গুলিসহ মাদক ব্যবসায়ী আটক

রামপাল প্রতিনিধি

র‌্যাব-৬ (খুলনা) এর সদস্যরা অভিযান চালিয়ে রামপাল থেকে একটি পিস্তল, ২ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ আশিকুর রহমান তুফান (৩৩) নামের পেশাধারী এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ ঘটনায় রামপাল থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। মামলাটি করেন র‌্যাবের ডিএডি শামীম আহমেদ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ২ টা ১৫ মি. রামপালের ইসলামাবাদ এলাকায় মাদক বেচাকেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে র্যাবের ডিএডি শামীম আহমেদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালান। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও তুফানকে পিস্তল ও গুলিসহ হাতেনাতে আটক করে।

আটক তুফান খুলনা জেলার কয়রা উপজেলার কালিকাপুর গ্রামের জিএম আ. রশিদের পুত্র। সে একজন অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী।

রামপাল থানার ওসি মো. সামসুদ্দিন সন্ত্রাসী আটক, অস্ত্র উদ্ধার ও মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!