খুলনা, বাংলাদেশ | ২৫ পৌষ, ১৪৩১ | ৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিতে অন্তবর্তী সরকার
  কাল থেকে বিডিআর বিদ্রোহের আসামীদের বিচার হবে কেরানীগঞ্জ কারাগারে অবস্থিত অস্থায়ী আদালতে : প্রজ্ঞাপন
  উন্নত চিকিৎসার জন্য লন্ডনে খালেদা জিয়া, স্বাগত জানিয়েছেন তারেক রহমান ও জোবাইদা রহমান

রামপালে যুবককে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার ১

গে‌জেট ডেস্ক

বাগেরহাটের রামপালে যুবককে ছুরিকাঘাতের ঘটনায় মামলা হয়েছে। ঘটনার পর আটক অভিযুক্তের বাবা আলমগীরকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

উপজেলা সদরের ঝনঝনিয়া গ্রামের একটি পুকুরপাড়ে বসা নিয়ে শুক্রবার সন্ধ্যায় দুই যুবকের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটে বলে জানা যায়।

এ ঘটনায় রাতেই মামলা করেন আহত যুবক ওবায়দুল্লাহর বাবা আবুল কালাম। আসামি করা হয়েছে অভিযুক্ত সজিব, তার বাবা আলমগীরসহ আরও দুইজনকে। এছাড়াও অজ্ঞাতপরিচয় আরও ৩/৪ জনকে আসামি করা হয়েছে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামছউদ্দিন এসব বিষয় নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি জানান, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ওই গ্রামের একটি পুকুরের পাড়ে বসাকে কেন্দ্র করে আবুল কালামের ছেলে ওবায়দুল্লাহ ও আলমগীরের ছেলে সজিবের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওবায়দুল্লাহকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করেন সজিব। এসময় সজিবের বাবাসহ আরও কয়েকজন ঘটনাস্থলে ছিলেন।

পরে ওবায়দুল্লাহকে উদ্ধার করে প্রথমে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানে থেকে চিকিৎসক তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

এ ঘটনায় রাতে ২০ বছর বয়সী অভিযুক্ত সজিবের বাবা একই গ্রামের আলমগীরকে আটক করে পুলিশ। মামলার পর তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ওসি বলেন, ‘ছুরিকাঘাতের ঘটনায় আহত ওবায়দুল্লাহর বাবা আবুল কালাম চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৩/৪ জনকে আসামি করা হয়েছে। আটক আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!