‘স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি’ এ প্রতিপাদ্যে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন উপলক্ষ্যে এক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন। রামপাল সরকারি কলেজের প্রভাষক সাংবাদিক মোস্তফা কামাল। পলাশের সঞ্চালনায় আরও বক্তব্য দেন উপজেলা ইন্জিনিয়ার মো. গোলজার হোসেন, পিআইও মো. মতিউর রহমান, সমাজসেবা কর্মকর্তা মো. শাহীনুর রহমান, ভাগা মহিলা কলেজের উপাধ্যক্ষ ইজারদার নাহিদুল ইসলাম, রামপাল সদর বণিক সমিতির সভাপতি আবু দাউদ, সাংবাদিক হাওলাদার আ. হাদি, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, এসআই লিটন কুমার বিশ্বাস প্রমুখ।
বক্তারা হাটবাজার গুলোতে ব্যবসায়ীদের বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা টানিয়ে রাখা, বাজার ব্যবস্থাপনায় নিয়মিত মনিটরিং করা ও বাজারের নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে অভিযান পরিচালনার দাবী করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বাজারের নিত্য পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণে রাখতে ও বাজারের শৃঙ্খলা ফেরাতে সাংবাদিক, জনপ্রতিনিধিসহ সকলের সহযোগিতা কামনা করেন।
খুলনা গেজেট/ এএজে