খুলনা, বাংলাদেশ | ৬ মাঘ, ১৪৩১ | ২০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম আজ থেকে শুরু

রামপালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আ’লীগের চার চেয়ারম্যান

রামপাল প্রতিনিধি

রামপালের ১০ টি ইউনিয়নের মধ্যে ৪ টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদের ৪ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ের পথে রয়েছেন।

তারা হলেন, ৪ নং রামপাল সদরের চেয়ারম্যান প্রার্থী মো. নাসির উদ্দীন হাওলাদার, ৮ নং ভোজপাতিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী তরফদার মাহাফুজুল হক টুকু, ৯ নং মল্লিকেরবেড় ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মো. সাবির আহমেদ তালুকদার ও ১০ নং বাঁশতলী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোস্তাফিজুর রহমান সোহেল।

রামপাল উপজেলা নির্বাচন অফিসার শেখ জাকারিয়া জানান, এ উপজেলার ১০ ইউনিয়নে ৩৯ জন প্রার্থীর মধ্যে ২৩ তারিখ বিকাল ৫ টা পর্যন্ত মোট ৯ জন চেয়ারম্যান প্রার্থী ও ৭ জন সাধারণ সদস্য প্রার্থী তাদের সদস্য পদের আবেদন প্রত্যাহার করেছেন।

গৌরম্ভার মো. জালাল উদ্দীন ও বর্তমান চেয়ারম্যান গাজী গিয়াস উদ্দিন। রামপাল সদরের সাবেক চেয়ারম্যান মো. বজলুর রহমান ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আ. মজিদ মোল্লা। তিনজন প্রার্থীর মধ্যে ২ জন মনোনয়ন প্রত্যাহার করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ের পথে রয়েছেন নাসির উদ্দীন হাওলাদার।

ভোজপাতিয়া ইউনিয়নে ২ জন প্রার্থীর মধ্যে এস,এম মাইদুল ইসলাম মুন মনোনয়ন প্রত্যাহার চেয়ে আবেদন করায় এই ইউপিতেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ের পথে রয়েছেন তরফদার মাহাফুজুল হক টুকু।

মল্লিকেরবেড় ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মামুন শেখ ও টুকুর হাওলাদার তাদের প্রার্থী পদ প্রত্যাহার চেয়ে আবেদন করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ের পথে রয়েছেন মো. সাবির আহমেদ তালুকদার এবং ১০ নং বাঁশতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হাওলাদার আবু তালেব ও কুদরতি ইনামুল বাশার বাচ্চু তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার চেয়ে আবেদন করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ের পথে রয়েছেন মোস্তাফিজুর রহমান সোহেল।

এ ছাড়াও সাধারণ সদস্য পদের ৯ জন পদপ্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার চেয়ে আবেদন করেছেন। বাতিল হওয়া ৯ জন সদস্য পদের প্রার্থীর মধ্যে ৩ জন আপীল করেছেন।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!