বাগরহাটের রামপালের বহুল আলোচিত জনপ্রিয় ইউপি চেয়ারম্যান খাঁজা মঈন উদ্দিন আক্তার হত্যা মামলাটির অভিযোগপত্র গ্রহণ করে বিচারের জন্য বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতে প্রেরণ করা হয়েছে। বাগেরহাটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. খোকন বুধবার বিকেলে এ আদেশ দেন।
বাগেরহাটের বিজ্ঞ আইনজীবী ডক্টর এ কে আজাদ ফিরোজ টিপু’র এ্যাসোসিয়েট আইনজীবী মো. আবু জাহিদ জানান, বুধবার বিজ্ঞ আদালতে দীর্ঘ শুনানি শেষে হত্যা মামলাটির নথিপত্র বিচারের জন্য প্রেরণ করেছেন বিজ্ঞ আদালত।
মামলার বাদী সাহেব আলী আকুন্জীর পক্ষে শুনানি করেন বিজ্ঞ আইনজীবী ডক্টর এ কে আজাদ ফিরোজ টিপু। আসামিদের পক্ষে ছিলেন বিজ্ঞ আইনজীবী আলী আকবর, ভূইয়া হেমায়েত হোসেন ও এনামুল কবির। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী।
উল্লেখ্য, ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারী রামপাল উপজেলার ভরসাপুর বাস স্টান্ডে দূর্বৃত্তদের ছোড়া বোমার আঘাতে সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উজলকুড় ইউপি চেয়ারম্যান খাঁজা মইন উদ্দিন আক্তার নির্মমভাবে নিহত হন। এ ঘটনায় রামপাল থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়।
বাগেরহাটের সিআইডি ইন্সপেক্টর শাহানা আফরোজ খাঁন চৌধুরী পৃথক ২ টি মামলায় গত ২০ জুলাই বিজ্ঞ আদালতে সমপূরক ১৩২ ও ১৩২ (১) অভিযোগপত্র দুইটি দাখিল করেন।