খুলনা, বাংলাদেশ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  বরিশালে শিশু ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত তরুণ গণপিটুনিতে নিহত

রামপালে নিবন্ধনধারীরা পাচ্ছেন না করোনা টিকা       

রামপাল প্রতিনিধি

যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে  করোনা টিকার জন্য নিবন্ধন করলেও চাহিদামত টিকা না থাকায় টিকা নিতে পারছেন না রামপাল উপজেলার মানুষ। প্রথম ধাপে এ উপজেলায় বরাদ্দ পাওয়া টিকা শেষ হয়ে যাওয়ায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের একটি সূত্র জানিয়েছেন। টিকা কবে আসবে তাও নিশ্চিত করে বলতে পারছেন না স্বাস্থ্য দপ্তর সংশ্লিষ্টরা।
অনলাইনের মাধ্যমে নিবন্ধন করে দেশব্যাপি করোনা টিকা দেওয়ার কার্যক্রম শুরু করে সরকার। চল্লিশোর্ধ সাধারণ নাগরিক ও অগ্রাধিকার ভিত্তিতে ৪০ বছরের নীচে যে কোন বয়সের সম্মুখসারির করোনা যোদ্ধাদের টিকা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। ওই নির্দেশনা অনুযায়ী যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে নিবন্ধন করলেও বরাদ্দ শেষ হয়ে যাওয়ায় টিকা নিতে পারছেন না রামপাল উপজেলাবাসি। টিকা নিতে নিবন্ধনকারীরা প্রায়ই উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে যেয়ে ফিরে আসছেন।
রামপাল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রর একটি দায়িত্বশীল সূত্র জানায়, প্রথম ধাপে এ উপজেলায়  দুই ধাপে মোট ৪ হাজার ৯৯৯ ডোজ টিকা বরাদ্দ পাওয়া যায়। আর টিকার জন্য  নিবন্ধন করেন ৭ হাজার ৫০০ জন।
রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল জানান, ভ্যাকসিন শেষ হয়ে যাওয়ার পর নুতন করে কাউকে টিকা দেওয়া সম্ভব হচ্ছেনা। তবে নিবন্ধন কার্যক্রম চালু রয়েছে। যারা নিবন্ধন করেছে ভ্যাকসিন হাতে পেলেই তাদেরকে দেয়া হবে।
 খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!