বাগেরহাটের রামপাল উপজেলায় তক্ষকসাপসহ ৪ প্রতারককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার বুঝবুনিয়া মন্দিরের সামনে থেকে তাদের আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
৪ প্রতারক হল, খু্লনার রূপসা উপজেলার সিরাজুল ইসলামের ছেলে আবু হানিফ, একই এলাকার হোসেন শেখের পুত্র মো. সাগর, দাকোপ উপজেলার আচাভূয়া গ্রামের বিভাষ মন্ডলের ছেলে দেবাশীষ মন্ডল ও গোপালগঞ্জ জেলার মকসেদপুর উপজেলার লোহাচরা গ্রামের সিরাজু্ল ইসলামের পুত্র মহিদুল ইসলাম।
রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বুঝবুনিয়া মন্দিরের সামনে থেকে মঙ্গলবার রাত সাড়ে ৮ টার সময় এসআই খন্দকার মবিন ও এসআই দেলোয়ারসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন। ওই সময় একটি তক্ষকসহ চার প্রতারককে আটক করা হয়। পরে বুধবার সকাল ১০ টায় রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড প্রদান করেন।
রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
খুলনা গেজেট/ এসজেড