খুলনা, বাংলাদেশ | ৯ পৌষ, ১৪৩১ | ২৪ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ঢাকার চিঠি গ্রহণ করেছে দিল্লি, নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মুখপাত্র
  ২০২৫ সালে দেশের সব সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি ৭৬ দিন, একটানা বন্ধ ২৮ দিন

রামপালে আওয়ামী লীগের অফিস ভাংচুর, গ্রেপ্তার ৪

রামপাল প্রতিনিধি

রামপালের ভাগায় মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয়ে হামলা, ভাংচুর ও মারপিটের ঘটনায় ৬ জন আহত হয়েছেন। আহতদের ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রামপাল থানায় সদর ইউপি চেয়ারম্যান জামিল হাসান জামু (৫৬)সহ ৭০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৭০/৮০ জনের নামে মামলা দায়ের হয়েছে। মামলাটি করেন বেলাল হোসেন ব্যাপারী।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় ভাগা বাজারে আওয়ামী লীগ নেতা ও সদর ইউপি চেয়ারম্যান জামিল হাসানের নেতৃত্বে একদল নেতাকর্মী ভাগাস্থ আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয়ে হামলা করেন। এ সময় অফিস ভাংচুর ও বেধড়ক মারপিটে আওয়ামী লীগের বেলাল গ্রুপের রেদোয়ানুর আলম, রুহুল আমীনসহ ৬ জন আহত হন। এ বিষয়ে রামপাল সদর ইউপি চেয়ারম্যান জামিল হাসান জামু’র মোবাইল ফোনে জানতে চাইলে তিনি ঘটনা অস্বীকার করে বলেন, আমি ঘটনাস্থলে ছিলাম না। বেলাল ব্যাপারী ও তার ভাই সন্ত্রাসী। ভাগা, কাদিরখোলাসহ আশপাশের বিভিন্ন এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এ ব্যাপারে রামপাল থানার ওসি মো সামসুদ্দীন জানান, থানায় মামলা হয়েছে, এজাহার নামীয় ৪ জন আসামী গ্রেফতার কারা হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!