বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগ আজ শেষ হয়েছে। সমাপনী দিনে আজ বাফুফে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি প্রদানের অনুষ্ঠান আয়োজন করেছে কিংস অ্যারেনার অনুশীলন গ্রাউন্ডে। চ্যাম্পিয়ন পিডব্লউডির খেলা ছিল গাজীপুরে। এই রিপোর্ট লেখা পর্যন্ত চ্যাম্পিয়ন দল কিংস অ্যারেনায় পৌঁছায়নি এজন্য পুরস্কার প্রদান অনুষ্ঠান এখনো হয়নি।
গাজীপুরে বিকেল চারটায় চ্যাম্পিয়ন পিডব্লউডির ম্যাচ ছিল। আর রানার্সআপ আরামবাগের ম্যাচ ছিল সন্ধ্যা সাতটায় কিংস অ্যারেনার অনুশীলন গ্রাউন্ডে। সাধারণত চ্যাম্পিয়নদের ভেন্যুতে পুরস্কার প্রদান অনুষ্ঠান হয়। বাফুফে হেটেছে উল্টো পথে। তারা চ্যাম্পিয়নের ভেন্যুতে না গিয়ে রানার্সআপ আরামবাগের ভেন্যুতে অনুষ্ঠান আয়োজন করেছে। রাত নয়টায় আরামবাগের খেলা শেষ হলেও পিডব্লউডি এখনো ভেন্যুতে পৌঁছাতে না পারায় অনুষ্ঠান হচ্ছে না।
বাফুফের পরিকল্পনাহীনতা নতুন নয়। কিংস অ্যারেনায় চ্যাম্পিয়ন দলের ম্যাচ আয়োজন করলে এই সমস্যা এড়ানো যেত। গাজীপুর ভেন্যুতে চ্যাম্পিয়ন খেলা রেখেও বাফুফে কর্মকর্তারা বিষয়টি সুন্দরভাবে ম্যানেজ করতে পারতেন। কয়েকজন কর্মকর্তা গাজীপুর আর কয়েকজন কিংস অ্যারেনায় থাকলে দুই দলই সময় মতো ট্রফি উদযাপন করতে পারত।
বাফুফে আগামীকাল বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ঢাকা মোহামেডানের লিগ ট্রফি দেবে। এক রাউন্ড আগেই প্রিমিয়ার লিগের দল শিরোপা উদযাপন করছে ৷ সেখানে দ্বিতীয় স্তরের লিগে ট্রফি প্রদান হচ্ছে লিগের শেষ ম্যাচে তাও চ্যাম্পিয়ন নয়, রানার্সআপ ভেন্যুতে।
খুলনা গেজেট/এএজে