তামিম-লিটনে বাংলাদেশের ধীরগতির শুরু। আইরিশ দুই পেসার গ্রাহাম হুম-মার্ক অ্যাডায়ারকে যেন খেলতেই পারছেন না দুই ওপেনার। বাংলাদেশের প্রথম বাউন্ডারি আসে পঞ্চম ওভারে। তামিম ১৪ বলে ৭ ও লিটন ১৬ বলে ৭ রানে ব্যাটিং করছেন।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার (২০ মার্চ) দুপুর ২টায় আয়ারল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। আজ জিতলেই তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যাবে স্বাগতিকরা। এই ম্যাচে টস হেরে ব্যাটিং করছে স্বাগতিক শিবির।
বাংলাদেশ একাদশ
এক পরিবর্তন নিয়ে নেমেছে বাংলাদেশ। পেসার মোস্তাফিজুর রহমানের পরিবর্তে একাদশে এসেছেন হাসান মাহমুদ। হাসান সবশেষ ওয়ানডে খেলেছিলেন ভারতের বিপক্ষে মিরপুরে।
একাদশে যারা, তামিম ইকবাল, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, ইয়াসির আলী চৌধুরী, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, এবাদত হোসেন চৌধুরী ও নাসুম আহমেদ।
আয়ারল্যান্ড একাদশ
এক পরিবর্তন নিয়ে নেমেছে আয়ারল্যান্ডও। অলরাউন্ডার গ্যারেথ ডেলানির জায়গায় অভিষেক হচ্ছে ম্যাথু হামফ্রেজের। ওয়ানডে ক্রিকেটে আয়ারল্যান্ডের ৬৬তম ক্রিকেটার ২০ বছর বয়সী এই বাঁহাতি স্পিনার।
একাদশে যারা, অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্পার, ম্যাথু হামফ্রেজ, জর্জ ডকরেল, স্টিভেন ডোহেনি, গ্রাহাম হিউম, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লর্কান টাকার।
খুলনা গেজেট/এনএম