আজ রাতে তাপমাত্রা কমতে পারে। তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে বাড়তে পারে শীত। মঙ্গলবার সকাল ১০টায় এ তথ্য জানান আবহাওয়াবিদ আব্দুর রহমান।
তিনি বলেন, ‘শীত বাড়ার সঙ্গে সঙ্গে আগামীকাল সিলেট ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কুয়াশা পড়তে পার।’ একই সঙ্গে দেশের কোথাও কোথাও মৃদু শৈত্য প্রবাহ হতে পারে বলে জানান তিনি।
আবহাওয়া অফিস সূত্র জানায়, দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আজ সকাল ৬ টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ শাহীনুল ইসলাম বলেন, আগামী দুই থেকে তিনদিন তাপমাত্রা কমতে পারে। এরপর আবার বাড়তে পারে।
খুলনা গেজেট/এনএম