রাতে শুধু প্রথম আলোর সাংবাদিককে নয়, এমপি মন্ত্রীদেরকেও গ্রেপ্তার করা হয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। রোববার (২ এপ্রিল) সচিবালয়ে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, সারাদেশের বিভিন্ন মহল যেখানে তাদের বিরুদ্ধে অভিযোগের বিবৃতি দিচ্ছে, সেখানে এখনও পত্রিকাটি ক্ষমা চায়নি।
দ্রব্যমূল্যের খবর প্রকাশ করার জন্য প্রথম আলোর সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে বলে পত্রিকাটি আন্তর্জাতিক পর্যায়ে অপপ্রচার চালাচ্ছে বলেও জানান তথ্যমন্ত্রী।
বিএনপি প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, রমজানেও বিএনপি মানুষকে নিস্তার দিচ্ছে না। তারা রমজানের পবিত্রতা নষ্ট করছে। এটি তাদের অপরাজনীতির বহিঃপ্রকাশ। তারা (বিএনপি) চায় সহিংসতা, তবে বিএনপি আগের মতো সহিংসতা করতে পারবে না। তাদের এমন খোঁচা মারা সহিংসতায় আওয়ামী লীগ ভয় পায় না।
খুলনা গেজেট/ এসজেড