জাতীয় লিগের প্রথম রাউন্ডের শেষদিনে আব্দুর রাজ্জাককে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছে খুলনা বিভাগের খেলোয়াড়রা। বৃহস্পতিবার (২৫ মার্চ) খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শেষ দিনে ম্যাচের ফাঁকে তাকে সংবর্ধনা জানানো হয়।
জাতীয় ক্রিকেট লিগে খুলনাকে সর্বোচ্চ ৭ শিরোপার সাফল্য এনে দেওয়ার ক্ষেত্রে অগ্রনী ভূমিকা রেখেছেন আব্দুর রাজ্জাক। সেই রাজ্জাক নিজের চিরচেনা আবু নাসের স্টেডিয়ামে আসলেন নির্বাচক হয়ে। আর সুযোগটাকে ভালোভাবেই কাজে লাগালেন খুলনার খেলোয়াড়রা। শেখ আবু নাসের স্টেডিয়ামে ম্যাচের শেষদিনে লাঞ্চ বিরতির পরে দুই দলের সব ক্রিকেটাররা থেকে যান মাঠেই। রাজ্জাককে সাথে করে নিয়ে আসেন খুলনার কোচ ইমদাদুল বাশার রিপন। উইকেটের দুই পাশে দাড়িয়ে থাকলেন দুই দলের ক্রিকেটাররা।
এসময় বক্তব্য রাখেন সাবেক ক্রিকেটার খুলনা-সিলেট ম্যাচের ম্যাচ রেফারি রকিবুল হাসান, খুলনার অধিনায়ক নুরুল হাসান সোহান। এমন বিষ্ময়কর আয়োজনের জন্য খুলনার ক্রিকেটারদের প্রতি কৃতজ্ঞতা জানান রাজ্জাক। সেই সাথে খুলনার সাফল্য ধরে রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
জাতীয় ক্রিকেট লিগের খুলনার সাবেক এই অধিনায়ক আব্দুর রাজ্জাক বলেন, আমার মনে হচ্ছিলো আমি আবার যদি মাঠে নামতে পারতাম। খুব মিস করছি ক্রিকেটটাকে। নির্বাচক হিসেবে ঢাকার বাইরে এটা আমার প্রথম এ্যাসাইনমেন্ট। আমি খুব লাকি যে, খুলনা থেকে আমি কাজ শুরু করছি।
খুলনা গেজেট/এমএইচবি