খুলনা, বাংলাদেশ | ৩০ কার্তিক, ১৪৩১ | ১৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  খুলনার বড় বাজারের পাটের বস্তার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
  আজারবাইজানে কপ-২৯ জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

রাজশাহী রেঞ্জ এসপির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

নিজস্ব প্রতিবেদক

চাঁদাবাজির অভিযোগে রাজশাহী রেঞ্জের ডিআইজি অফিসে কর্মরত পুলিশ সুপার (এসপি) বেলায়েত হোসেনের বিরুদ্ধে ঢাকার একটি আদালতে মামলা করেছেন এক ব্যবসায়ী। বুধবার (১২ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দিদার হোসাইনের আদালতে গোলাম মোস্তফা আদর নামে এক ব্যবসায়ী মামলাটি করেন।

সংশ্নিষ্ট আদালতের বেঞ্চ সহকারী সালাউদ্দিন জানান, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন।
দু’দিন আগে ক্রসফায়ারের ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে ঢাকার আদালতে কোতোয়ালি থানার ওসিসহ ৬ পুলিশের বিরুদ্ধে মামলা করেন এক ব্যবসায়ী। ওই অভিযোগটিও পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। এর মধ্যে এবার এক পুলিশ সুপারের বিরুদ্ধে মামলা করলেন আরেক ব্যবসায়ী।

অবশ্য রাজশাহী রেঞ্জের ডিআইজি অফিসে কর্মরত পুলিশ সুপার বেলায়েত হোসেন বলেন, অভিযোগকারী গোলাম মোস্তফা তার পূর্বপরিচিত। পরিচয়ের সূত্র ধরে মোস্তফা তার কাছ থেকে পাঁচ লাখ টাকা ধার নিয়েছিলেন। দু’দফায় ৫০ হাজার করে এক লাখ টাকা পরিশোধও করেছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাকি চার লাখ টাকা পরিশোধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু টাকা না দেয়ার কৌশল হিসেবে আগের দিনই তিনি মামলা করলেন বলে জানতে পেরেছেন।
তিনি আরও বলেন, টাকা ধার নেয়ার প্রমাণস্বরূপ তার কাছে মোস্তফার দেওয়া চেকসহ অন্যান্য প্রমাণপত্র রয়েছে। তদন্ত করলেই আসল বিষয়টি বেরিয়ে আসবে।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!