রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে এক দিনে দ্বিতীয়বারের মতো ১৬ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বুধবার সকালের মধ্যে তাদের মৃত্যু হয়েছে। আর আগে গত ৪ জুন হাসপাতালটির করোনা ইউনিটে ১৬ জনের মৃত্যু হয়েছিল। এর পর মৃত্যুর হার কম ছিল। সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত মৃত্যু ছিল ১৩।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মৃত ১৬ জনের মধ্যে ৮ জনের করোনা পজেটিভ ছিল। বাকিরা মারা যান উপসর্গ নিয়ে। মৃতদের মধ্যে ৫ জন নারী; ১১জন পুরুষ।
এ নিয়ে চলতি মাসের ২৩ দিনে (১ জুন থেকে ২৩জুন) এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ২৪৫ জন। এর মধ্যে শনাক্ত হওয়ার পর মারা গেছেন ১২৫ জন। বাকিরা মারা যান উপসর্গ নিয়ে।
এদিকে, মঙ্গলবার রাজশাহীতে এক দিনে ১৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। রাজশাহী মেডিক্যাল কলেজ ও রামেক হাসপাতাল পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা পজিটিভ হয়।
রাজশাহীর দুই পিসিআর ল্যাবে এদিন মোট ৫৪৮ জনের নমুনা পরীক্ষা করে ১৭৬ জনের করোনা শনাক্ত হয়।
রাজশাহী মেডিক্যাল কলেজের ল্যাব ইনচার্জ সাবেরা গুলনাহার জানান, মঙ্গলবার রাজশাহী মেডিক্যাল কলেজ ল্যাবে মোট ৩৬৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
এর মধ্যে ১৪১ জনের করোনা পজিটিভ এসেছে। এখানে রাজশাহীর ২৬৯ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ১১৬ জনের। চাঁপাইনবাবগঞ্জের ৯৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। করোনা পজিটিভ হয়েছে ২৫ জন।
মেডিক্যাল পরিচালক শামীম ইয়াজদানী জানান, সোমবার হাসপাতাল ল্যাবে ১৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩৫ জনের করোনা পজিটিভ আসে।