খুলনা, বাংলাদেশ | ১০ মাঘ, ১৪৩১ | ২৪ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ২৩ দিনে ডেঙ্গুতে ৯ মৃত্যু, আক্রান্ত হাজার ছুঁইছুঁই

কুমিল্লায় যুবলীগ নেতা ও রাজবাড়িতে শিক্ষককে গুলি করে হত্যা

গেজেট ডেস্ক

কুমিল্লার দাউদকান্দিতে দুর্বৃত্তদের গুলিতে জামাল হোসেন (৪০) নামের এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। রোববার (৩০ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার গৌরীপুর পশ্চিম বাজার ঈদগাঁ এলাকায় এই ঘটনা ঘটে।

অপরদিকে রাজবাড়ীর পাংশা উপজেলার পাংশা পাইলট গার্লস হাইস্কুলের সহকারী শিক্ষক মিজানুর রহমানকে (৪৭) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

দাউদকান্দি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভূইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জামাল হোসেন তিতাস উপজেলার নোয়াগাঁও জিয়ারকান্দি গ্রামের ফজলুল হকের ছেলে এবং উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক।

স্থানীয়দের বরাতে ওসি আলমগীর হোসেন ভূইয়া বলেন, নিহত জামাল হোসেনের বাড়ি তিতাস উপজেলায়। তিনি দাউদকান্দির গৌরীপুর এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। রোববার রাত ৮টার দিকে মহিলাদের বোরকা পরে তিনজন দুর্বৃত্ত রাস্তা দিয়ে হাঁটার সময় হঠাৎ যুবলীগ নেতা জামাল হোসেনকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার জন্য বলেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ঘটনার পর থেকে ওই এলাকায় পুলিশের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তার তদন্ত চলছে। নিহতের পরিবার ঢাকা থেকে এলে মামলা নেওয়া হবে।

এদিকে রাজবাড়ীর পাংশা উপজেলার পাংশা পাইলট গার্লস হাইস্কুলের সহকারী শিক্ষক মিজানুর রহমানকে (৪৭) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৩০ এপ্রিল) রাত সোয়া ৯টার দিকে উপজেলার কলিমহর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পাংশা মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মিজানুর রহমান কলিমোহর ইউনিয়নের বসাকুষ্টিয়া গ্রামের ইব্রাহিম মণ্ডলের ছেলে।

কলিমোহর ইউনিয়নের চেয়ারম্যান মোছা. বিলকিস বানু বলেন, মিজানুর রহমান পাংশা পাইলট গার্লস হাইস্কুলের শিক্ষক ছিলেন। পাশাপাশি তিনি হোসেডাঙ্গা বাজারে সারের ব্যবসা করতেন। রোববার তার দোকানে হালখাতা অনুষ্ঠিত হয়। হালখাতা শেষ করে মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে।

পাংশা মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, মিজানুর রহমানকে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা ঘটনাস্থলে রয়েছি। বিস্তারিত পরে বলতে পারব।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!