খুলনা, বাংলাদেশ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে পর্যটকদের ওপর হামলায় ২৬ জন নিহত
  খুলনার ফুলতলা উপজেলায় সুমন মোল্লা নামের একজনকে গুলি করে হত্যা
  সাগর-রুনি হত্যা মামলার নথি পুড়ে যাওয়ার তথ্য সঠিক নয় : ডিএমপি
  মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের আপিল শুনানি ৬ মে পুনর্নির্ধারণ
অনুর্ধ্ব-১৪ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপ

রাজবাড়িকে হারিয়ে ফাইনালে খুলনা

ক্রীড়া প্রতিবেদক

জাপান ফুটবল এসোসিয়েশনের সহযোগিতায় জেএফএ অনুর্ধ্ব-১৪ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপের ফাইনাল নিশ্চিত করেছে খুলনা জেলা অনুর্ধ্ব-১৪ মহিলা ফুটবল দল। মঙ্গলবার (১৬ মার্চ) বিকেল সাড়ে ৩টায় খুলনা জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে তারা ২-০ গোলে হারিয়েছে রাজবাড়ি জেলা অনুর্ধ্ব-১৪ মহিলা ফুটবল দলকে।

দলের পক্ষে একটি গোল করে ৯নং জার্সি পরিহিত খেলোয়াড় প্রতিমা। অপর গোলটি আত্মঘাতি।

দিনের প্রথম খেলায় দুপুর দেড়টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় যশোর জেলা অনুর্ধ্ব-১৪ মহিলা ফুটবল দল বনাম গোপালগঞ্জ জেলা অনুর্ধ্ব-১৪ মহিলা ফুটবল দল। খেলায় যশোর দল ৫-০ গোলে গোপালগঞ্জকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে।

বুধবার (১৭ মার্চ) বিকেল ৩টায় খুলনা জিলা স্কুল মাঠে ফাইনালে মুখোমুখি হবে খুলনা জেলা অনুর্ধ্ব-১৪ মহিলা ফুটবল দল বনাম যশোর জেলা অনুর্ধ্ব-১৪ মহিলা ফুটবল দল। খেলায় রেফারী ছিলেন শাহীন, আঁখি, আফরোজা ও লিজা। ম্যাচ অফিসিয়াল ছিলেন মো. শাহীদুল ইসলাম লালু।

খুলনা জেলা দল : বৃষ্টি, জবা, অন্তি, হিমাদ্রি, তানিশা, প্রতিমা, তাসলিমা, ঐশি, সোনালী, সুমাইয়া, ফাতেমা, লিমা, রোজিনা, মুক্তা ও মুন্নি। কোচ খালিদ সাইফুল্লাহ ও ম্যানেজার মো. মহসীন।

খুলনা গেজেট/এমএইচবি

 

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!