বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেছেন, দেশের জনপ্রিয় রাজনৈতিক নেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বিগত পতিত সরকারের রাজনৈতিক জিঘাংসায় পড়ে সাড়ে ছয় বছর ধরে অন্যায় বিচারে কারারুদ্ধ ছিলেন। ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বন্দী জীবন থেকে ১০ দিন আগে মুক্তি পেয়েছেন।
শুক্রবার (১৬ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে মহানগর বিএনপির আয়োজনে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে দলের চেয়ারপারসন ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মবার্ষিকী ও বিগত ১৭ বছরে ফ্যাস্টি সরকারের হাতে গুম-খুনের শিকার এবং বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া মাহফিল পুর্ব আলোচনায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শফিকুল আলম তুহিন, ফখরুল আলম, স. ম আ. রহমান, বেগম রেহেনা ঈসা, কাজী মাহমুদ আলী, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, মাহাবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদি, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, কে এম হুমায়ন কবির, মোল্লা ফরিদ আহমেদ, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, শেখ ইমাম হোসেন, হাবিবুর রহমান বিশ্বাস, আ. রাজ্জাক, অ্যাড. চৌধুরী তৌহিদুর রহমান তুষার, একরামুল কবীর মিল্টন, নাজির উদ্দিন নান্নু, আফসার উদ্দিন, আনসার আলী, তারিকুল ইসলাম, মো. জাহিদ হোসেন, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি, আলী আক্কাস, ফারুক হোসেন, মুজিবর রহমান, আজিজা খানম এলিজা, সাঈদ হাসান লাভলু, যুবদলের কাজী নেহিবুল হাসান নেহিম , আব্দুল আজিজ সুমন, জাসাসের এম এ জলিল, ছাত্রদলে মোঃ তাজিম বিশ্বাস, আঞ্চলিক শ্রমিক দলের আবু দাউদ দ্বীন মোহাম্মাদ, আলমগীর হোসেন তালুকদার, ইফতেখার হোসেন বাবু, মাহবুবউল্লাহ শামীম, আসাদুজ্জামান আসাদ, আবু সাঈদ শেখ, সরদার শফিকুল আমিন লাভলু, সিরাজুল ইসলাম লিটন, আব্দুল ওহাব, শেখ আব্দুল আলিম, মোঃ শাহ্ জালাল, আব্দুল মাজেদ, মো. আমিন আহমেদ, মেশকাত আলী, মোস্তফা কামাল, জি এম মঈন উদ্দিন, মহিলা দলের সৈয়দা অরিফা আশরাফী চুমকি, রোকেয়া ফারুক, ইসমত আরা কাকন, লায়লা আরজুমান, লাকি আজমেরি, জেসমিন নাহার, পারভিন বেগম, বিউটি, কামরুন নাহার হেনা প্রমূখ। আলোচনা শেষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া নগরীর থানা ও ওয়ার্ডেও সকল মসজিদে জুম্মাবাদ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
খুলনা গেজেট/এএজে