খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  কক্সবাজারে সন্ত্রাসীদের গুলিতে কেসিসির ৪নং ওয়ার্ডের অপসারিত কাউন্সিলর টিপু নিহত
  গ্রেপ্তারের পর উত্তরা পূর্ব থানা থেকে পালিয়েছে সাবেক ওসির শাহ আলম, এক এএসআই সাময়িক বরখাস্ত

রাজনীতি থেকে অবসরের ঘোষণা সোনাডাঙ্গা থানা আ’লীগের সভাপতি বুলু বিশ্বাসের

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস। একইসঙ্গে তিনি রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।

নগরীর সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস বলেন, আমার শারীরিক অবস্থা খারাপ। আমি আর কোন দিন কোন রাজনীতিতে যাবো না। রাজনীতি এখানেই শেষ করলাম।

তিনি বলেন, যে অবস্থা দেখেছি খুব খারাপ লাগছে। আমার নিজের সন্তান থাকলে কি করতাম। কোটা আন্দোলনের বিরুদ্ধে কোনদিন আমি কোন অবস্থানে যায়নি। যেতে চাইও না।

এই বিষয়ে কোনদিন কি আমাকে মাঠে পেয়েছেন প্রশ্ন করে তিনি বলেন, আমি ছিলাম না। আমি নৃসংশতা চাই না। আর আমি সাধারণ মানুষ হিসেবে বাঁচতে চাই, মানুষের সুখ-দু:খে মানুষের পাশে থাকতে চাই। এ জন্য আমি পদত্যাগ করেছি।

এর আগে বুধবার তিনি গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, আমি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, পিতা মরহুম আব্দুর রহমান টুকু বিশ্বাস। আমাদের পরিবার ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। আমাদের পরিবারের ইতিহাস ও ঐতিহ্যের বাহিরে আমি আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছি। সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগ সভাপতি পদে দায়িত্ব পালন করেছি। আমার জানা মতে এই সময় আমি কোন রাজনৈতিক দলের নেতা কর্মীদের সাথে খারাপ আচরণ করিনি। তার পরেও আমরা মানুষ হিসেবে কেউ ভুলত্রুটির ঊর্ধ্বে নয়। আমার আচরণে কেউ যদি বিন্দুমাত্র কষ্ট পেয়ে থাকেন আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ।

এতে তিনি আরও উল্লেখ করেন, আমি দেশের গনতন্ত্র প্রিয় মানুষ ও আন্দোলনরত মেধাবী শিক্ষার্থীদের উপর সম্মান প্রদর্শন করে সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি পদ থেকে পদত্যাগ করছি।

এ ছাড়া দলের সাথে সকল প্রকার রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকলের রুহের মাগফেরাত কামনা করছি। আমি খুলনার একজন সাধারণ মানুষ হিসেবেই থাকতে চাই। তবে বিগত দিনের ন্যায় আপনাদের বিপদ আপদে সুখ-দুঃখে পাশে থাকবো ইনশআল্লাহ।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!