খুলনা, বাংলাদেশ | ১১ মাঘ, ১৪৩১ | ২৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নগরীর শেখপাড়া তেতুলতলায় খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অর্নব কুমার সরকার গুলিতে নিহত

রাজনীতিতে যুক্ত হওয়া নিয়ে মুখ খুললেন অভিনেত্রী ঋতুপর্ণা

বিনোদন ডেস্ক

তারকাদের রাজনীতিতে যুক্ত হওয়া নতুন কিছু নয়। সাম্প্রতিক সময়ে নির্বাচনের আগ মুহূর্তে রাজনৈতিক দলগুলোর প্রচারণা, ভোট চাওয়া এবং বিভিন্ন প্রোমোশনাল অনুষ্ঠানে তারকাদের দেখা গেছে। কেউ কেউ আবার সরাসরি যুক্ত হয়ে ভোটের মাঠেও প্রার্থী হয়েছেন।

এবার ভারতের রাজনীতিতে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর যুক্ত হওয়া নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। তাহলে কি রাজনীতিতে যুক্ত হচ্ছেন এ অভিনেত্রী? চারদিকে যখন এমন নানা প্রশ্ন ও চর্চা, ঠিক তখনই বিষয়টি নিয়ে খোলামেলা কথা বললেন ঋতুপর্ণা।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে হুগলি সংসদকেন্দ্রে লড়াই করেছিলেন অভিনেত্রী রচনা। তার বিপরীতে প্রার্থী হয়েছিলেন বিজেপির লকেট চট্টোপাধ্যায়। ভোটে প্রতিদ্বন্দ্বী নেত্রী লকেটকে হারিয়ে জয়ী হয়েছিলেন রাজনীতিতে নবাগতা রচনা। আবার আগামী বছরই এ রাজ্যে বিধানসভা নির্বাচন। এবার কি সেই নির্বাচনে অংশ নেবেন ঋতুপর্ণা?

এ ব্যাপারে টালিউড তারকা বলেছেন, আমি রাজনীতির কিছু বুঝি না। এ কারণে রাজনীতি থেকে দূরে। আমি একজন শিল্পী, তাই শিল্পী হিসেবেই থাকতে চাই।

তবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি কখনো প্রস্তাব করেন, তাহলে রাজনীতিতে যুক্ত হবেন কিনা? জবাবে ঋতুপর্ণা বলেন, তখন আমি মুখ্যমন্ত্রীকেই বলব এ সংক্রান্ত কথা।

প্রসঙ্গত, চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে চুঁচুড়া উৎসব শুরু হয়েছে। এ অনুষ্ঠানে অতিথি হিসেবে গিয়েছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা। সেখানেই এসব নিয়ে কথা বলেছেন এ টালিউড তারকা।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!