রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (২৮ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ৮টা ২১ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।
বুধবার (২৮ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ৮টা ২১ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। প্রাথমিকভাবে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভারতের আসামে বলা হচ্ছে। সেখানে এর মাত্রা ছিল ৬.২। কয়েক সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্প কেঁপে ওঠে ঘরবাড়ি। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল আসাম থেকে ২০ কিলোমিটার দূরে। যার প্রভাব পড়ে বাংলাদেশে। এরই মধ্যে টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত তথ্য জানাচ্ছে সবাই।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক গণমাধ্যমকে জানান, দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে কত মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে তা বোঝা যাবে আর কিছুক্ষণ পরে।
খুলনা গেজেট/কেএম