রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (১৪ আগস্ট) রাত ৮ টা ৫০ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেট জেলার কানাইঘাট থেকে ৭ কিলোমিটার দূরে। রিখাটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ২। ভূমিকম্পটি বাংলাদেশ ছাড়াও ভারত, মিয়ানমার ও ভুটানে অনুভূত হয়।
আবহাওয়া অফিসের আবহাওয়া সহকারী ফারজানা সুলতান। তিনি বলেন, ‘আমরা রেকর্ড করেছি। তথ্যগুলো বিশ্লেষণ চলছে। উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম ও মেঘালয়ে।’
খুলনা গেজেট/কেডি