রাজধানীর মহাখালীর সাত তলা বস্তির আগুনে কয়েকশ ঘর পুড়ে যাওয়ার আশঙ্কা করছেন ওই বস্তির বাসিন্দারা।
মো. কবীর হোসেন নামে এক বাসিন্দা বলছেন, ভিতরে শুধু টিনের ঘর। অনেক মানুষ কোনো মালামাল নিয়ে বের হতে পারেনি। সব আগুনে পুড়ে গেছে।
বাসার খান নামে আরেক স্থানীয় বাসিন্দা বলেন, ফায়ার সার্ভিসের সঙ্গে বস্তিবাসীও আগুন নিয়ন্ত্রণে এগিয়ে এসেছে। অনেক মানুষ মালামাল নিয়ে বের হতে পারলেও অনেকের মালামাল ভিতরেই রয়ে যায়। প্রচুর ঘর পুড়ে গেছে।
এদিকে সকাল ৮টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, আমাদের ৯টি ইউনিট প্রায় ১ ঘণ্টা ২২ মিনিট কাজ করে সাত তলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এনেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে আগুনে বস্তির অনেক টিন-শেডের ঘর পুড়ে গেছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন এ বিষয়টি জানিয়েছেন।
মকবুল হোসাইন জানান, অগ্নিকাণ্ডের ঘটনা জানার পর মেয়র মো. আতিকুল ইসলাম সার্বক্ষণিক তদারকি করেছেন। তিনি দ্রুত সময়ের মধ্যে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রণয়ন করে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দিয়েছেন। এছাড়াও অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের নির্দেশও দিয়েছেন তিনি।
খুলনা গেজেট/এনএম