তাবলিগ জামাতে আবারো দেখা দিয়েছে অস্থিরতা। এবার রাজধানীর নতুন বাজারে মাদ্রাসাতুস মইনুল ইসলাম মাদ্রাসাটি দখলকে কেন্দ্র করে, সংঘর্ষে জড়ালেন মাওলানা সাদপন্থি ও জুবায়েরপন্থিরা। এতে দু’পক্ষের ২০ থেকে ২৫ জন আহত হন। প্রায় ৩ ঘণ্টা পর বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
মঙ্গলবার দিবাগত (১৩ অক্টোবর) রাত ১০টার পর থেকে নতুনবাজারের ঢালীবাড়ি এলাকার এই সড়ক রণক্ষেত্রে রূপ নেয়। প্রত্যক্ষদর্শীরা বলছেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর, মাদ্রাসাতুস মইনুল ইসলাম মাদ্রাসাটি খুলে দিলে তাবলিগের দুপক্ষের সংঘর্ষ হয়।
তাবলিগের মাওলানা সাদ ও জুবায়েরপন্থিদের সংঘর্ষ চলে প্রায় আড়াই ঘণ্টা। মাইকে ঘোষণা দেওয়ায় সাধারণ মানুষও ঘটনাস্থলে উপস্থিত হয়। আশপাশের থানার কয়েকশ’ পুলিশের হস্তক্ষেপে রাত ১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
জুবায়েরপন্থিদের দাবি, নিজস্ব মারকাজ বানানোর লক্ষ্যে পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছেন সাদপন্থিরা।
এ ঘটনায় আহত ২০-২৫ জনের বেশিরভাগই সাদপন্থি। তারা বলছেন, তাবলিগের সভার কথা বলে তাদেরকে এ মাদ্রাসায় আসতে বলা হয়েছিলো।
পুলিশ বলছে, তদন্ত সাপেক্ষে মামলা দায়েরসহ অন্যান্য ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশের বাড্ডা জোনের সহকারী কমিশনার (এসি) এলিন চৌধুরী গণমাধ্যমকে জানান, মাদরাসার নিয়ন্ত্রণ নিয়ে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষেরই কয়েকজন আহত হন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সংঘর্ষের পর ওই এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়। এ ঘটনায় আহতদের চিকিৎসার জন্য নগরীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
খুলনা গেজেট/এআইএন