রাজধানীর গুলশান-১ এর একটি ৮ তলা ভবনের ৪র্থ তলায় লাগা আগুন বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাত সোয়া ৩টায় নিয়ন্ত্রণে এসেছে। ইতোমধ্যে সেখানে থাকা ফ্ল্যাটগুলো থেকে সাতজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আজ রাত সোয়া ৩টায় সাউথ এভিনিউ টাওয়ারের ৪র্থ তলার আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি সেখানে থাকা ফ্ল্যাটগুলো থেকে সাতজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে দুইজন নারী ও পাঁচজন পুরুষ।
তিনি জানান, ইতোমধ্যে আমরা পাঁচটি ইউনিটের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে এনেছি এবং আশা করছি কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণভাবে আগুন নিবারণে সক্ষম হব।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই ভবনের বেজমেন্টের ইলেকট্রিক বোর্ড থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাত দেড়টায় গুলশান-১ এর ৩ নম্বর রোডের ৫০ নম্বর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খুলনা গেজেট/ বিএম শহিদুল