খুলনা, বাংলাদেশ | ৪ আশ্বিন, ১৪৩১ | ১৯ সেপ্টেম্বর, ২০২৪

Breaking News

  ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৮৮৭
  ঢাবির হলে পিটিয়ে যুবককে হত্যা: ছাত্রলীগ নেতাসহ আটক ৩, তদন্ত কমিটি গঠন
  বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার নিয়োগ দিতে পূর্ণাঙ্গ রায়ে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট

রাজধানীতে হঠাৎ বিক্ষোভ, অত:পর ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ

গেজেট ডেস্ক

রাজধানীর পুরানা পল্টন এবং জিরো পয়েন্টে অবস্থানরত বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। বিক্ষোভের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিকাল ৩টার দিকে তাদের ছত্রভঙ্গ করে। এর আগে আজ সোমবার দুপুর ২টার দিকে রাস্তা অবরোধ করে সরকার পতনের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে বিএনপিসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা। এসময় তারা সরকারের পতনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভ মিছিলটি ছত্রভঙ্গ করে দিলে যানচলাচল স্বাভাবিক হয়।

এর আগে সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে পেশাজীবী পরিষদ আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবস ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। প্রধান অতিথি ছিলেন দেশের প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

এ সময় আরো বক্তব্য রাখেন, মেজর জেনারেল ইব্রাহিম, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ প্রমুখ। সেখানে হাজার হাজার নেতাকর্মী জড়ো হতে দেখা যায়। আলোচনা সভা শেষ হওয়ার সাথে সাথে সেখান থেকে নেতাকর্মীরা মুক্তাঙ্গনের দিকে এসে জড়ো হয়। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মীকে লক্ষ করা যায়।

মুক্তাঙ্গনে এসে উপস্থিত হন বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ। তবে অন্যান্য সময় লোকজন জড়ো হলে পুলিশ যেভাবে বাধা দেয়, প্রথমে সেরকম কোনো প্রকার পুলিশি বাধা লক্ষ করা যায়নি। যদিও এ বিষয়ে কথা বলতে চাইলে বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের কোনো নেতা কোনো প্রকার মন্তব্য করেনি।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!