খুলনা, বাংলাদেশ | ১৪ পৌষ, ১৪৩১ | ২৯ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে এক জনের মৃত্যু, হাসপাতালে ১০৪
  বগুড়ায় ট্রাকচাপায় বাবা-মেয়েসহ নিহত ৩
  আগামী বিজয় দিবসের আগে জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করা হবে : আসিফ নজরুল

রাজধানীতে শনিবার গণ-অনশন করবে বিএনপি

গে‌জেট ডেস্ক

চাল, ডাল, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্য অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে শনিবার রাজধানীতে গণ-অনশন কর্মসূচি পালন করবে বিএনপি।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার(৩০ মার্চ) যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

মির্জা ফখরুল বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য লাগামহীন বৃদ্ধির প্রতিবাদে আগামী ২ এপ্রিল শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আমরা অনশন করব। এদিন সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত এই গণ-অনশন কর্মসূচি পালন করা হবে।

‘পণ্যমূল্য বৃদ্ধি ইস্যুতে বিএনপির মাসব্যাপী কর্মসূচি চলছে। এই গণ-অনশন সেই কর্মমূচিরই অংশ।’

দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রয়েছে- প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘এটা ওনারা নিয়মিত বলেন। কোন তারিখে সহনীয়? নিত্যপণ্যের এই ওনাদের কাছে সহনীয় হলেও দেশের সাধারণ মানুষের কাছে সহনীয় নয়।’

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বিএনপি মহাসচিব বলেন, ‘মাসব্যাপী কর্মসূচিতেও সরকারের পক্ষ থেকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে তেমন কোনো উদ্যোগ নেই। ওনাদের চামড়া গণ্ডারের মতো। মূলত নির্দলীয় সরকার ছাড়া এই সমস্যার সমাধান হবে না। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের পর সব গণতান্ত্রিক শক্তিকে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে। এর মধ্য দিয়েই সমস্যার সমাধান হবে।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ঢাকা মহানগর বিএনপির নেতা আমান উল্লাহ আমান, নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, সাধারণ সম্পাদক সাদেক খান, কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, মৎস্যজীবী দলের রফিকুল ইসলাম মাহাতাব, আব্দুস সালাম, আমিনুল হক, যুবদল সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল প্রমুখ উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!