রাজধানীর কদমতলীর দক্ষিণ দনিয়ায় প্লাস্টিকের দোকানে আগুনে দগ্ধ সাদেক খান (৬৫) মারা গেছেন। গতকাল শুক্রবার (২৫ মার্চ) গুরুতর দগ্ধ অবস্থায় তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার (২৬ মার্চ) ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়।
শনিবার (২৬ মার্চ) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে আনন্দ হোসেন।
তিনি জানান, ইনস্টিটিউটের মেইল হাইডিপেন্ডেন্সি ইউনিটে ভর্তি ছিলেন তিনি। সমস্ত শরীর দগ্ধ হয়েছিল তার। সেখানেই ভোরে তার মৃত্যু হয়।
এরআগে গতকাল শুক্রবার বিকেল পৌনে পাঁচটার দিকে দক্ষিণ দনিয়া গোয়ালবাড়ি মোড় এলাকার ৫৩৫ নম্বর বাড়ির নিচতলায় আগুনের এই ঘটনা ঘটে।
আনন্দ হোসেন জানান, তারা ওই বাড়িটির চতুর্থ তলায় ভাড়া থাকেন। বাসার পাশেই পান বিড়ির দোকান করেন তার বাবা। পাশাপাশি বাড়িটির কেয়ারটেকার হিসেবে কাজ করেন। বিকেলে শুনতে পান বাসার নিচে আগুনে দগ্ধ হয়েছেন তিনি। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এরপর হাসপাতালে গিয়ে তার বাবাকে চিকিৎসাধীন দেখতে পান। তবে কিভাবে তার শরীরে আগুন লেগেছে সে বিষয়ে কিছু জানেন না তিনি।
ফায়ার সার্ভিসের পোস্তগোলা স্টেশনের ফায়ারম্যান মো. সোহান জানান, গতকাল বিকেল ৫টা ৩০ মিনিটে দক্ষিণ দনিয়ায় একটি প্লাস্টিক পণ্যের দোকানে আগুনের সংবাদ পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। এরপর ৬টা ১০ মিনিটে আগুন নির্বাপণ করে। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে ধারণা তাদের। তবে ফায়ার সার্ভিস গিয়ে সেখানে কাউকে দগ্ধ অবস্থায় দেখতে পায়নি।
সাদেক খানের বাড়ি নেত্রকোনা কেন্দুয়া উপজেলার চিটোনো পাড়া গ্রামে। ৪ ছেলে ও ১ মেয়ের জনক তিনি। তার শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা। মরদেহটি মর্গে রাখা হয়েছে।
খুলনা গেজেট/ এস আই