রাজধানীতে ঘুষ লেনদেনের সময় দুদকের এক কর্মকর্তাসহ চারজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃত দুদক কর্মকর্তার নাম গৌতম ভট্টাচার্য্য (৪২)। তিনি দুদকের এক মহাপরিচালকের ব্যক্তিগত সহকারী (পিএ)। শুক্রবার ফাঁদ পেতে মতিঝিলের একটি হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আজ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ।
দুদক কর্মকর্তার সঙ্গে গ্রেপ্তারকৃত আরও তিনজন হলেন- হাবিবুর রহমান (৪২), পরিতোষ মন্ডল (৬৩) এবং এসকেন আলী খান (৫৭)। এসকেন আলী চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল। অন্য দুজন দালাল।
ডিবি কর্মকর্তা হারুণ বলেন, দুদক কর্মকর্তাদের সই জাল করে বায়তুল মোকাররম মার্কেটের ওই ব্যবসায়ীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের একটি চিঠি তৈরি করে তা নথিভুক্ত না করার আশ্বাস দিয়ে গৌতম ২ কোটি টাকা দাবি করেন। পুরো বিষয়টি ভুয়া। দুদকের প্যাডে একটি ভুয়া চিঠি দিয়ে বলা হয়, তিনি (ওই ব্যবসায়ী) অবৈধভাবে সম্পদ গড়েছেন। ওই ব্যবসায়ী ঘটনাটি ডিবি পুলিশকে জানান।
ডিবি তদন্ত করে জানতে পারে যে, বিষয়টি ভুয়া। তখন আগের কথা মতো ওই ব্যবসায়ীকে ২০ লাখ টাকা দিয়ে পাঠান হয় মতিঝিলের একটি হোটেলে। এরপরই পরিকল্পনা অনুযায়ী অভিযান চালিয়ে গৌতমসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।
খুলনা গেজেট/এনএম