রাজধানীর রামপুরা টিভি ভবনের সামনে ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আঘাতে ইনডিপেনডেন্ট টেলিভিশনের সহকারী প্রযোজক রাকিবুল হাসান গুরুতর আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে পঙ্গু হাসপাতালে রেফার করা হয়।
বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ঘটনাটি ঘটে।
হাসপাতালে তার সঙ্গে থাকা মোহন মিয়া জানান, রাতে কর্মস্থল থেকে রিকশায় বাসায় ফেরার পথে রামপুরা বাংলাদেশ টেলিভেশন ভবনের সামনে আসা মাত্র তিন-চারজন ছিনতাইকারী তার রিকশা ঘিরে ফেলে।
একপর্যায়ে ব্যাগ ধরে টানা-হেঁচড়া করলে তিনি বাধা দেন। পরে ছিনতাইকারীরা রাকিবুলকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। এতে তিনি রিকশা থেকে পড়ে যান। এসময় তার ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা।
আহত অবস্থায় পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। ছিনতাইকারীরা তার মাথা, দুই হাত ও ডান পায়ে চাপাতি দিয়ে আঘাত করে বলে জানান তিনি।
চিকিৎসকের বরাতে ঢামেক পুলিশ ফাড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ এএসআই মাসুদ মিয়া বলেন, ‘রামপুরায় ছিনতাইকারীর ধারাল অস্ত্রের আঘাতে আহত যুবককের হাতের রগ কেটে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাকে পঙ্গু হাসপাতাল রেফার করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।’
খুলনা গেজেট/এনএম