খুলনা, বাংলাদেশ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  বিএনপিনেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে মৎস্য ভবন, কাকরাইল ও সচিবালয় এলাকায় সমর্থকদের অবস্থান
  সাজার বিরুদ্ধে ডা. জোবাইদা রহমানের আপিল শুনানি আগামীকাল : হাইকোর্ট

রাঙ্গামাটিতে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

গে‌জেট ডেস্ক

রাঙ্গামাটি শহরের জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের সামনে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা হলেন মো. ইসারুল (৩৮) ও মো. দাউদুল হাসান (৩৮)। নিহত দাউদের গ্রামের বাড়ি ভোলা সদরের কালিবাড়ি রোড এলাকায় এবং ইসারুলের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুরের গোবিন্দপুর এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে নয়টার দিকে চট্টগ্রাম থেকে আসা পাহাড়িকা পরিবহনের একটি গাড়ি (ঢাকা মেট্রো-ব-১৪-৪৪৪০) প্রধান সড়কে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুই যাত্রী গুরুতর আহত হন। তাদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাঙ্গামাটি সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নূরজাহান বেগম জানিয়েছেন, দুজনকে হাসপাতালে আনা হয়েছিল কিন্তু তার আগেই তারা মারা গেছেন।

রাঙ্গামাটির ট্রাফিক পরিদর্শক মো. ইসমাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, একটি মোটরসাইকেলকে চট্টগ্রামের দিক থেকে আসা পাহাড়িকা পরিবহনের একটি বাস ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। আমরা বাসটি আটক করে থানায় নিয়ে এসেছি।

রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম জানিয়েছেন, একটি দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুজন ঘটনাস্থলেই মারা গেছেন। বাসটিকে আটক করা হয়েছে,পলাতক চালককে গ্রেফতারের চেষ্টা করছি আমরা।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!