খুলনা, বাংলাদেশ | ৩০ কার্তিক, ১৪৩১ | ১৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  রাজধানীর হাজারীবাগে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আহত কিশোরের মৃত্যু
  আগুন নিয়ন্ত্রণে, খুলনায় পাট গোডাউনসহ ১০ দোকানের কোটি টাকার মালামাল পুড়ে ছাই

রাইসির দাফন কাল, ৫ শহরে জানাজায় লাখো মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মরদেহ নেয়া হয়েছে তেহরানে। আজ (বুধবার ২২ মে) জানাজাসহ আনুষ্ঠানিকতা শেষে জন্মস্থান মাশহাদে বৃহস্পতিবার (২৩ মে) দাফন করা হবে রাইসিকে। ইরানি বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে রাইসির মরদেহ তেহরানে পৌঁছানোর খবর দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

মঙ্গলবার (২১ মে) পূর্ব আজারবাইনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর তাবরিজে প্রিয় নেতা রাইসির জানাজায় অংশ নিতে জড়ো হন লাখো মানুষ। এমন মৃত্যু যেন কিছুতেই মেনে নিতে পারছেন না তার সমর্থকরা। তাবরিজের আনুষ্ঠানিকতা শেষে শ্রদ্ধা জানাতে রাইসির মরদেহ কুওম শহরে নেয়া হয়।

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তাঁর হেলিকপ্টারের সহযাত্রীদের জানাজা স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সকালে পূর্ব আজারবাইজান প্রদেশের তাবরিজে শুরু হয়। প্রথম জানাজা হয় গতকাল সকালে। এতে অংশ নিতে তাবরিজ শহরের রাস্তায় হাজারো মানুষের ঢল নামে। শোকার্ত অনেকের হাতে ইরানের জাতীয় পতাকা ও রাইসির প্রতিকৃতি দেখা যায়।

জানাজার পর প্রেসিডেন্ট রাইসিসহ বাকিদের মরদেহ তাবরিজ থেকে কেন্দ্রীয় শহর কোমে নিয়ে যাওয়া হয়। কোম শহরে রাইসি পড়াশোনা করেছেন। কোমে দ্বিতীয় জানাজা শেষে নিহতদের মরদেহ রাজধানী তেহরানে নেওয়ার কথা রয়েছে। সেখানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তৃতীয় জানাজায় নেতৃত্ব দেবেন বলে ধারণা করা হচ্ছিল।

তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে গতকাল রাতে প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করার কথা। আজ বুধবার সকালে ইউনিভার্সিটি অব তেহরানেও আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে। আজ বিকেলে উচ্চপদস্থ বিদেশি কর্মকর্তাদের উপস্থিতিতে স্মরণসভার আয়োজন করা হবে। আগামীকাল বৃহস্পতিবার জন্মস্থান মাশহাদে রাইসিকে দাফন করা হবে।

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!