খুলনা, বাংলাদেশ | ২৫ পৌষ, ১৪৩১ | ৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম ঠিক করতে আপিল বিভাগে আবেদন, শুনানি ১৬ জানুয়ারি
  ময়মনসিংহের হালুয়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২
  মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আজহারের রিভিউ শুনানি ২৩ জানুয়ারি
  যাত্রীবাহী বাসের অ্যাম্বুলেন্সের সংঘর্ষে দুটোতেই আগুন, পুড়ে নিহত ৪

রমজানে মসজিদে নববীর ছাদে ৯০ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের মদিনার মসজিদে নববীর ছাদে ৯০ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা করা হয়েছে। এতে করে পবিত্র রমজান মাসে রোজাদার মুসল্লিরা নির্বিঘ্নে মসজিদে নববীর ছাদে নামাজ আদায়, ইফতার খাওয়া এবং অন্যান্য ইবাদতে মশগুল থাকছেন। ৬৭ হাজার স্কয়ার মিটার বিস্তৃত মসজিদে নববীর ছাদ নামাজ আদায়ের ক্ষেত্রে উপযুক্ত একটি স্থান। ছাদে ওঠার জন্য মসজিদের প্রবেশদ্বারে ২৪টি সিঁড়ি রয়েছে।

নামাজের আগে ও পরে যেন মুসল্লিরা স্বাভাবিকভাবে ছাদে উঠতে পারেন ও নামতে পারেন সেই ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ভিড় সামলানোর জন্য ছয়টি চলন্ত সিঁড়িও রয়েছে।

কাবা শরীফ ও মসজিদে নববীর দায়িত্বে থাকা জেনারেল অথরিটি এই ব্যবস্থা করেছে। এতে সহায়তা করছে জেনারেল অথরিটির কর্মকর্তা ও কর্মচারী এবং স্বেচ্ছাসেবী সংস্থাগুলো।

প্রস্তুতির মধ্যে রয়েছে মসজিদের উপরিভাগ পরিষ্কার ও পরিচ্ছন্ন করা, ধোয়া-মোছা করা, ৫ হাজার জায়নামাজ বিছানো এবং ইফতারের জন্য নির্দিষ্ট স্থান তৈরি করা।

এছাড়া মসজিদে নববীতে আগত মুসল্লিদের খাবার, জমজমের পানি দেওয়া হচ্ছে। সঙ্গে মুসল্লিদের মাঝে বিতরণ করা হচ্ছে ২০ হাজার কোরআন শরীফ।

মাগরিবের নামাজের আগে ইফতার সাজানো, ইফতার শেষ হয়ে যাওয়ার পর মাগরিব, এশা ও তারাবির নামাজের আগেই যেন সবকিছু প্রস্তুত হয়ে যায় সেজন্য সেখানে সার্বক্ষণিক কাজ চলে।

মসজিদে নববীতে যে মনোরম আলোকসজ্জার ব্যবস্থা রয়েছে সেটি মুসল্লিদের মনকে আরও প্রফুল্ল করে তোলে।

পবিত্র রমজান মাসে কাবা শরীফ ও মসজিদে নববীতে মুসল্লিদের ভিড় অনেক বৃদ্ধি পায়। ভিড় সামলানো এবং আরও বেশি মানুষকে নামাজের ব্যবস্থা করে দিতে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়।

সূত্র: গালফ নিউজ

খুলনা গেজেট/ এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!