ই রমজানে সারা বিশ্বে ১০০ কোটি দুস্থ মানুষকে খাবার পৌঁছে দেবে সংযুক্ত আরব আমিরাত। সেই লক্ষ্যে প্রথম রোজার দিন (২ এপ্রিল) ‘ওয়ান বিলিয়ন মিল’ বা ‘১০০ কোটি খাবার’ নামে একটি প্রকল্প উদ্বোধন করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুম।
এই প্রকল্প মূলত গত মাসেই ঘোষণা করা হয়েছিল। ১০ মার্চ এক টুইটবার্তায় ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম বলেন, ‘১০০ কোটি খাবার’ সরবরাহ উদ্যোগের মাধ্যমে বিশ্বের ৫০টি দেশের শতকোটি দরিদ্র ও দুস্থ মানুষকে নিরাপদ খাদ্যসহায়তা পাঠানো হবে।
শেখ মোহাম্মদ আরও বলেন, ক্ষুধা ও দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে এটাই হবে বিশ্বের এ যাবৎকালের সবচেয়ে বড় উদ্যোগ। তিনি আরও বলেন, ‘প্রতিদিন বিশ্বের প্রায় ৮০ কোটি মানুষ না খেয়ে ঘুমাতে যান। এই উদ্যোগের মাধ্যমে আমরা সেই সব মানুষের দুঃখকে ভাগাভাগি করে নেব।’
শেখ মোহাম্মদ আরও বলেন, ‘এর মাধ্যমে দুবাইয়ের পক্ষ থেকে বিশ্বের ১০০ কোটি মানুষের কাছে মানবিক ও মহৎ বার্তা পৌছাতে চাই।’ তিনি আরও বলেন, ‘সবচেয়ে ভালো সাদক্বা হলো ক্ষুধার্তকে খাওয়ানো। আর সর্বোত্তম তারাই যারা অন্যের কথা চিন্তা করে।’
এ সময় নিজ দেশের নাগরিকদের পাশাপাশি অন্যান্য দেশের মানুষকেও এই উদ্যোগে আর্থিকভাবে শামিল হওয়ার আহ্বান জানান শেখ মোহাম্মদ। এক প্রতিবেদনে খালিজ টাইমস বলেছে, সংযুক্ত আরব আমিরাতের অধিবাসীরা ছাড়াও বিশ্বের যেকোনো প্রান্তের মানুষ এই উদ্যোগে অংশ নিতে পারবে। এ ক্ষেত্রে কোনো ব্যক্তি বা কোম্পানি কমপক্ষে ১ দিরহাম পর্যন্ত দান করতে পারবেন।
বেশির ভাগ আরব দেশের মতো সংযুক্ত আরব আমিরাতে শনিবার (২ এপ্রিল) থেকে রমজান শুরু হয়েছে। এদিনই ‘১০০ কোটি খাবার’ উদ্যোগের উদ্বোধন করেন শেখ মোহাম্মদ। তার এ ঘোষণার মধ্য দিয়ে খাবার সরবরাহ শুরু হয়েছে। ১০০ কোটি মানুষকে সরবরাহের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে।
মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম গ্লোবাল ইনিশিয়েটিভসের (এমবিআরজিআই) মাধ্যমে উদ্যোগটি পরিচালিত হচ্ছে। তিন বছর আগে থেকে প্রতি রমজান মাসে এমন উদ্যোগ নেওয়া হচ্ছে। আগের উদ্যোগগুলোর সাফল্যের ওপর ভিত্তি করে এ বছর নতুন উদ্যোগ নেওয়া হয়। প্রথমবারের মতো ২০২০ সালে ‘১ কোটি খাবার’ উদ্যোগে এক মাসেরও কম সময়ে ১ কোটি ৫০ লাখের বেশি খাবার সরবরাহ করা হয়েছিল।
খুলনা গেজেট/এএ