খুলনা, বাংলাদেশ | ২৪শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  পুকুরে গোসল করতে নেমে কুয়েট শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
  এবার ঈদুল আজহার ছুটি ১০ দিন
  জামায়াত নেতা আজহারের আপিলের পরবর্তী শুনানি বৃহস্পতিবার
  চিকিৎসা শেষে দীর্ঘ চার মাস পর দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, নেতাকর্মীদের অভ্যর্থনা নিয়ে ফিরোজায় খালেদা জিয়া

রমজানের মধ্যে গাজায় যুদ্ধবিরতি বেশ কঠিন : বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক

গাজায় পবিত্র রমজান মাসের মধ্যে হামাস ও ইসরায়েলের পক্ষে যুদ্ধবিরতিতে পৌঁছানো বেশ কঠিন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। খবর এএফপির।

গাজা উপত্যকায় গত পাঁচ মাস ধরে চলতে থাকা সংঘাত থামাতে আসন্ন রমজান মাসে কি দুপক্ষের মধ্যে একটি যুদ্ধবিরতির চুক্তি স্বাক্ষর হতে পারে? যুক্তরাষ্ট্রের রোজভ্যালিতে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জো বাইডেন বলেন, ‘এটা বেশ কঠিন বলেই মনে হচ্ছে।’ আগামীকাল রোববার (১০ মার্চ) থেকে মধ্যপ্রাচ্যে মুসলিমদের সিয়াম সাধনার পবিত্র মাস রমজান শুরু হতে পারে।

রমজান মাস শুরু হতে যাওয়ায় ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমে নতুন করে সংঘাত শুরু হতে পারে বলে নিজের শঙ্কা কথা জানান বাইডেন। এ ধরনের সতর্ক বার্তা তিনি গত সপ্তাহের শুরুতেও দিয়েছিলেন।

এদিকে, গতকাল শুক্রবার হামাসের সশস্ত্র উইং সমর্থকদের পূর্ব জেরুজালেমে পবিত্র আল আকসা মসজিদ এলাকায় জড়ো হওয়ার আহ্বান জানিয়েছে। অতীতেও এই মসজিদ প্রাঙ্গণে সহিংসতার বেশ কিছু ঘটনা ঘটেছে।

হামাস আরও জানায়, তারা তাদের আন্দোলনের মূল দাবিরে প্রশ্নে কোনো আপসে যাবে না। এই দাবির মূল বিষয়বস্তু হলো ইসরায়েলকে গাজা উপত্যকা থেকে সব সৈন্য প্রত্যাহার করে নিতে হবে। দাবি পূরণ হলেই কেবল হামাস তাদের হাতে থাকা ইসরায়েলি পণবন্দিদের মুক্তি দেবে।

গত বছরের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি বোমাবর্ষণ ও হামলায় গাজায় ৩০ হাজার ৮৭৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আর আহত হয়েছে ৭২ হাজার ৪০২ জন। নিহতদের মধ্যে বেশির ভাগই নিরীহ শিশু ও নারী।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!