তেরখাদা উপজেলার হাট-বাজারে ফের রমজানের আগেই পাওয়া যাচ্ছে না বোতলজাত সয়াবিন তেল। যদিও দু”একটি দোকানে পাওয়া যাচ্ছে তাও বোতালের গায়ে লেখা দামের চেয়ে অধিক দাম আদায় করা হচ্ছে। এ নিয়ে রীতিমত ক্রেতাদের সঙ্গে ঝামেলায় জড়াচ্ছেন দোকানিরা। প্রায় গত দুই-তিন সপ্তাহ ধরে উপজেলা সদরসহ অধিকাংশ মুদি দোকান থেকে বোতলজাত এ ভোজ্যতেলটি যেন বাজার থেকে হাওয়া হয়ে গেছে।
অন্যদিকে অধিক মুনাফা লোভী দোকানিরা বোতলজাত সয়াবিন তেলের বোতল কেটে রাতের আঁধারে ড্রামে ঢেলে খোলা সয়াবিন হিসেবে বিক্রি করা হচ্ছে অধিক দামে। এমন অভিযোগ করেছেন সাধারণ ক্রেতারা।
এজন্য ভোক্তারা দায়ী করছেন বাজার মনিটরি না থাকাকে। কয়েকদিন থেকে উপজেলার বিভিন্ন হাট-বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।
জানা যায়, হঠাৎ করে ফের খোলা সয়াবিন তেলের দাম বৃদ্ধি পেয়েছে। আগে ১৬৫ টাকা লিটার বিক্রি করা হলেও ২০ টাকা দাম বৃদ্ধি পেয়ে এখন তা ১৯৫ টাকা থেকে ২০০ টাকা লিটার বিক্রি করা হচ্ছে বোতলজাত সয়াবিন তেলের দাম বৃদ্ধি না পাওয়ায় দোকানিরা বোতলের মুখ কেটে ড্রামে ঢেলে তা খোলা সয়াবিন হিসেবে অধিক দামে বিক্রি করছেন। তবে কিছু কিছু দোকানে বোতলজাত সয়াবিন পাওয়া গেলেও বোতলের গায়ে লেখা দামের চেয়ে অধিক দাম আদায় করা হচ্ছে ক্রেতাদের কাছ থেকে। এ নিয়ে ক্রেতাদের সঙ্গে দোকানিদের ঝামেলা হচ্ছে।
এতে বাজার থেকে হাওয়া হয়ে যাওয়ায় সাধারণ ক্রেতারা বোতলজাত সয়াবিন তেল কিনতে পারছেন না। উপজেলা সদরের কাটেঙ্গা বাজারের ক্রেতা শরিফুল ইসলাম বলেন, কয়েকটি দোকানে গিয়ে বোতলজাত সয়াবিন তেল পাইনি। আমি সব সময় বোতলজাত সয়াবিন তেল কিনে থাকি।কিন্তু বোতলজাত সয়াবিন না পাওয়ায় বাধ্য হয়ে আমি খোলা সয়াবিন তেল কিনেছি। তাও আবার দাম বেশি। এক লিটার খোলা সয়াবিন তেলের দাম ২০০ টাকা নেওয়া হচ্ছে। এখন দেখছি বোতলজাত সয়াবিন তেলের চেয়ে খোলা সয়াবিন তেলের দাম আরও বেশি।
অপর ক্রেতা মাসুদুর রহমান বলেন,সব সময় খোলা সয়াবিনের দাম কম থাকায় সাধারণ খেটে খাওয়া মানুষ প্রয়োজনের তেল কিনতে পারতেন। এখন দেখছি খোলা সয়াবিনের দামই আকাশ ছোঁয়া। বোতলজাত সয়াবিন পাওয়ায় যাচ্ছে না। বাজারে এমন পরিস্থিতির জন্য মনিটরিং না থাকার কারণে দোকানিরা তাদের মনমত বিক্রি করছেন সয়াবিন। বোতলজাত সয়াবিনের দাম কম হওয়ায় এক শ্রেণির অসাধু দোকানিরা রাতের আঁধারে বোতলের মুখ কেটে তা ড্রামে ভরে খোলা সয়াবিন হিসেবে বিক্রি করছেন খুব সহজেই বলে দাবি করেন তিনি। কাটেঙ্গা বাজারের মুদি দোকানি বিষ্ণু বলেন,গত কয়েকদিন ধরে কোম্পানির ডিলাররা তেল দিচ্ছে না। তাই আমরা খোলা সয়াবিন তেল ১৯৫ টাকা কেজি দরে বিক্রি করছি।
অপর মুদি দোকানী আজিজুল ফকির বলেন,খোলা সয়াবিনের দাম বৃদ্ধির কারণে কোম্পানির লোকজন বোতলজাত সয়াবিন দিচ্ছে না। ফলে খোলা সয়াবিন বিক্রি করছি। অধিক দাম নেওয়ার সুযোগ নেই।
বিষয়টি সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, খুব দ্রুত সময়ের মধ্যেই বাজারে অভিযান পরিচালনা করা হবে। বোতলজাত সয়াবিনের বোতল কেটে তা খোলা সয়াবিন হিসেবে বিক্রির সত্যতা পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
খুলনা গেজেট/ টিএ