খুলনা, বাংলাদেশ | ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় কিশোরগঞ্জের এসপি ও ইমিগ্রেশন পুলিশের এক কর্মকর্তা প্রত্যাহার এবং কিশোরগঞ্জে দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা ও এসবির এক কর্মকর্তা সাময়িক বরখাস্ত
  ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কায় নিহত ৫, গুরুতর আহত আরও ১০
দক্ষিণডিহি ও রূপসায় তিন দিনের অনুষ্ঠানমালা ও মেলার উদ্বোধন

‘রবীন্দ্রনাথের সৃষ্টি ও কর্মে কেবল বাংলাদেশ নয়, সারাবিশ্ব আলোকিত’

নিজস্ব প্রতিবেদক

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে খুলনায় তিনদিন ব্যাপি অনুষ্ঠানমালা ও লোকজ মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) বিকেলে ফুলতলা উপজেলার দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্স প্রাঙ্গণে এবং রূপসার পিঠাভোগ রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালায় এসব অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়।

খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানমালা ও লোকজ মেলার উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, রবীন্দ্রনাথের সৃষ্টি ও কর্মের মাধ্যমে কেবল বাংলাদেশ নয়, সারাবিশ্ব আলোকিত হয়েছে। তিনি জীবনকে গভীরভাবে উপলব্ধি করেছেন, যা তাঁর সাহিত্যে প্রতিফলিত হয়েছে। তিনি বৈষম্যমুক্ত সমাজ বা সামাজিক সমতা চেয়েছিলেন। জমিদার ভাবনা থেকে বের হয়ে এসে তিনি মানুষের কবি হয়েছেন। তিনি বাংলা সাহিত্যকে বিশ্বঅঙ্গণে নিয়ে গিয়েছেন। তাঁর লেখা গীতাঞ্জলী বাংলা সাহিত্যকে বিশ্বের কাছে নতুন ভাবে তুলে ধরেছে। তিনি একাধারে কবি, সাহিত্যিক ও দার্শনিক। তাঁর সৃষ্টি মানুষের মাঝে মানবতাবোধ জাগ্রত করে। রবীন্দ্রনাথ সব সময়ই প্রাসঙ্গিক। তাঁর সৃজনশীল চেতনা ও দৃষ্টিভঙ্গিকে ধারণ করতে পারলে বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠা সহজ হবে।

খুলনার জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ‘রবীন্দ্রনাথ ও বাংলাদেশ’ বিষয়ে মুখ্য আলোচক ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. দুলাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক মোঃ রেজাউল হক এবং সরকারি ব্রজলাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক সেখ মো: হুমায়ুন কবীর। স্বাগত বক্তৃতা করেন ফুলতলার উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহান।

এদিকে বিশ্বকবির জন্মবার্ষিকী উপলক্ষ্যে খুলনার রূপসা উপজেলার পিঠাভোগ রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালায় তিন দিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো: হুসাইন শওকত। তিনি বলেন, বহুমাত্রিক গুণের অধিকারী ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। শুধু সাহিত্যেই নয়, শিল্পকলার অন্যান্য শাখায় ছিলো তাঁর পদচারণা। তাঁর সাহিত্যের মধ্যে যে মানবতাবোধ জাগ্রত করে তা আমাদের ধারণ করতে হবে। রবীন্দ্র চর্চাকে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে।

রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু এর সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তী। অনুষ্ঠানে ‘রবীন্দ্রনাথ ও বাংলাদেশ’ বিষয়ে প্রধান আলোচক ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের পরিচালক অধ্যাপক ড. মো: আনিস-আর-রেজা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও খুলনা জেলা প্রশাসন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

উল্লেখ, রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী ও লোকজ মেলা উপলক্ষ্যে ৮ থেকে ১০ মে-২০২৫ খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্সে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা ও লোকজ মেলার আয়োজন করা হয়েছে। তিনদিনের প্রতিদিন বিকেল সাড়ে চারটায় আলোচনা সভা এবং সন্ধ্যা সাতটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ২৭ বৈশাখ (১০ মে) বিকেল সাড়ে চারটায় তিন দিনব্যাপী আয়োজনের সমাপনী অনুষ্ঠিত হবে।

এছাড়া রূপসার পিঠাভোগ রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালায় তিনদিনের প্রতিদিন বিকেল সাড়ে চারটায় আলোচনা সভা এবং সন্ধ্যা সাতটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!