রঙিন তোরণে সাজানো বাগানে প্রবেশ দাও, প্রভু মোরে
– জান্নাতী সুখ খুঁজতে!
শক্তি সাহস দাও শত বাঁধা ডিঙ্গাতে –
বাঘ-হরিণের ঘনছায়া সুন্দরবন অরণ্যে, প্রকৃতির
নয়নাভিরাম সৌন্দর্য্য খুঁজতে!
দাও শক্তি প্রভু, আঁধারে দ্বীনের আলো খুঁজতে!
সফল আরাধনায় প্রেম-মায়া জড়াতে,
রাসূলের (সা:) সুন্নাহ আদর্শ পালনার্থে,-হৃদয় সুখেতে ।
দাও বল, স্বাধীন সুখে জীবন গড়তে, জন্মভূমি ভালোবাসতে ।
-সোনালী আঁশ পাট, ধান ফসল কুঁড়াতে –
মাটির মায়ায়, ভালোবাসার জয়গান গাইতে!
জীবন সুখের প্রভাতে, দাও সুযোগ স্বর্ণের খনি
দেখতে, আনন্দলোকে স্বর্ণের বার খুঁজতে জ্ঞানের আলোতে
রঙিন তোরণে সাজাও বাতিঘর বান্দার প্রেমে
দেখি যেন প্রজাপতি ডানা মেলতে, উড়তে!
জীবনের শতো ভাবনা অনুরাগে নতুন প্রেরণা সব
মাতা-পিতার স্নেহেতে, আদর সোহাগেতে!
রঙিন তোরণে, নতুন বাসনায় গাঁথো
গুচ্ছ গুচ্ছ ফুলের-মালা, প্রকৃতির সৌন্দর্য্যে,
ভালোবাসার-হাসিতে, – এই জীবনের কুসুম ফুটাতে।
হে প্রভু দয়াময়, তোমার অপার দয়াতে
জীবন শেষে, প্রবেশ দিও আমায় তোমার
সাজানো তোরণে, সুখদ কানন, “রাইয়ান
-দরজা” সুন্দর জান্নাতে।