খুলনা, বাংলাদেশ | ১৩ মাঘ, ১৪৩১ | ২৭ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা স্থগিত

রক্তাক্ত মানবতা

গৌরাঙ্গ নন্দী

মারিউপুল শহরের সবচেয়ে সুদর্শণ অট্টালিকাটি এখন মাটির সাথে মিশে গেছে

কিছু কিছু পিলার, স্তম্ভ, ছাদের রড ইতি-উতি টিকে আছে ঠিক যেন জয়নুলের আঁকা হাড়-জিরজিরে ক্ষুধার্ত বাঙালির চেহারা নিয়ে

ওখানে ইউক্রেনীয় জাতীয়তাবাদীরা লুকিয়ে ছিল
ওখানে রুশ আগ্রাসীরা বারেবারে গোলা ছুঁড়েছিল

জাতীয়তাবাদীদের হাতে পশ্চিমা গোলা
আগ্রাসীদের হাতে আধিপত্যের গোলা

বরফে বিদীর্ণ কলার পাতার ন্যায় ছিন্নভিন্ন সভ্যতা পরষ্পরের গোলায়
তারস্বরে কেউ বলছে ওরা নাৎসী, যুদ্ধবাজ, আমাকে মারতে চায়
অন্যরা ঝঙ্কার তুলছে ওরাই পৃথিবীটাকে অগণতান্ত্রিক, স্বৈরতন্ত্রীর কবলে নিতে চায়

ধুন্দুমার বিবাদে শিশুর রক্তে মাটি ভেজে
মায়ের অশ্রুতে ইট-কাঠ-পাথর সিক্ত হয়
জেলোনেস্কি আপোষহীন জাতীয়তাবাদীর তকমা পায়
ক্ষমতার মদমত্তে আত্মহারা পুতিন আবার হিটলার হিসেবে আবির্ভূত হয়

কৌশলী নেতা অস্ত্র ব্যবসায়ীদের ত্রাতা হিসেবে বাইডেন হাজির হয়
পশ্চিমা নেতারা টানাপোড়েনের দোলাচলে দুলতে থাকে
অস্ত্র বিক্রি হওয়া লাভ, গ্যাস না পাওয়া যন্ত্রণার
পুতিনের ক্ষমতা বেড়ে যাওয়া কষ্টের
বাইডেনের ব্যবসার ফাঁদে পড়া অসহ্যের

লুটোপুটি খায় মানবতা
মায়ের কান্না, শিশুর বেদনা, হাহাকার
বাতাসে হারিয়ে যাওয়া শালিকের কণ্ঠস্বর
রক্তশ্রোতে ফুলে-ফেঁপে ওঠে কৃষ্ণসাগর, আটলান্টিক, প্রশান্ত, ভারত মহাসাগর

আমার প্রিয় বঙ্গোপসাগরেও সেই রক্তের ঢেউ ওঠে
ওই রক্ত জাতীয়তবাদী ইউক্রেনীয়র নয়
ওই রক্ত আগ্রাসী রুশীয়র নয়
ওই রক্ত জার্মান, ফ্রান্স, নর্ডিকদের নয়
ওই রক্ত বিশ্ব মোড়ল আমেরিকানের নয়
ওই রক্ত আমার মায়ের
ওই রক্ত আমার ভাইয়ের
ওই রক্ত আমার বোনের,
ওই রক্ত মানুষের মানবতার!!!

(‌ফেসবুক ওয়াল থে‌কে)




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!