জাতীয় পার্টির মহাসচিব এড: মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন, বিএনপি ও আওয়ামী লীগ উভয়ই জাতীয় পার্টিকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছে। বর্তমানে জাতীয় পার্টি সরকারের সাথে নেই। জনগণের চাহিদা অনুযায়ি জাতীয় পার্টি এককভাবে এগিয়ে যাচ্ছে। জাতীয় সংসদে ভোটের আনুপাতিকহারে নির্বাচন পদ্ধতি প্রবর্তণের ওপর জোর দেন তিনি। আগামী নির্বাচনে জাতীয় পার্টির লাঙল প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান তিনি।
সোমবার (২৮ নভেম্বর) সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের সাথে পার্টির নেতৃবৃন্দের বসার সুযোগ নেই জানিয়ে জাতীয় পার্টির মহাসচিব বলেছেন, পার্টির প্রেসিডিয়াম সদস্য, ৬৪ জেলার ৭৭টি কমিটি ও নির্বাহী কমিটি জিএম কাদেরের পক্ষে রয়েছে।
তিনি আরও বলেন, বিএনপি ও আওয়ামী লীগ দুই দল ক্ষমতায় যাওয়ার জন্য এখন পাগল হয়ে গেছে। তারা যে কোন উপায়ে ক্ষমতায় যেতে যায়। আ’লীগের লুটপাট দেখে বিএনপি ভাবছে সবই তো ওরা খেয়ে ফেলল আমরা কি খাবো ? তাই তারা লুটপাত করতে ফের ক্ষমতায় যেতে চায়। সেকারণে নিরপেক্ষ নির্বাচনের দাবি তুলছে। তবে বর্তমানে যে নির্বাচনী সিস্টেম সেটিতে কোনভাবেই সুষ্ঠ নির্বাচন সম্ভব নয়, সেকারণে আমরা বলেছি নির্বাচনী সিস্টেম পরিবর্তন করতে হবে।
জাতীয় পার্টির নয় বছরের শাসনামলকে উন্নয়নের স্বর্ণালী যুগ উল্লেখ করে মুজিবুল হক চুন্নু বলেন, পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ জনভোগান্তি দূর করতে উপজেলা পরিষদ গড়ে তুলেছিলেন। গুচ্ছগ্রাম প্রতিষ্ঠা করে গরীব অসহায় মানুষের আবাসনের ব্যবস্থা করেছিলেন। ছিন্নমূল মানুষের কল্যাণে সারা জীবন কাজ করেছেন। দ্রব্যমূল্য ছিল সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে। আইন-শৃংখলা পরিস্থিতি ছিল নিয়ন্ত্রিত। সাধারণ মানুষ নিশ্চিন্তে ঘরের দরজা খোলা রেখে ঘুমাতে পারতো। কৃষির উন্নয়নে সেচ ব্যবস্থা চালু করেছিলেন। শিল্প কল কারখানা গড়ে উঠেছিল এরশাদের সেই সোনালী যুগে।
সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেনের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখ্ত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রেসিডিয়াম সদস্য খুলনা বিভাগ অতিরিক্ত মহাসচিব সাঈদুর রহমান টেপা, প্রেসিডিয়াম সদস্য চট্টগ্রাম বিভাগ অতিরিক্ত মহাসচিব এড: রেজাউল ইসলাম ভূঁইয়া, প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন, চেয়ারম্যানের উপদেষ্টা লেঃ কর্নেল (অবঃ) সাব্বির আহমেদ, ভাইস-চেয়ারম্যান শফিকুল ইসলাম মধু, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু প্রমুখ।
সম্মেলনে অন্যান্যের আরো বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পি, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আনোয়ার জাহিদ তপন, সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ আব্দুস সাদেক, জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহŸায়ক কাজী আমিনুল হক ফিরোজ, সদস্য সচিব কমল বিশ্বাস, জেলা যুব সংহতির সভাপতি আশিকুর রহমান বাপ্পী, সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের, জেলা ছাত্রসমাজের সভাপতি মোঃ কায়ছারুজ্জামান হিমেল প্রমূখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা জাতীয় পার্র্টির সভাপতি মোঃ আনোয়ার জাহিদ তপন।