রংপুরের পীরগঞ্জে বজ্রপাতে পাঁচজন ইটভাটা শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে পীরগঞ্জের কাবিলপুর ইউনিয়নের বি টি সি মোড় নামক স্থানে তাদের মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, গাইবান্ধার সাদুল্লাহপুর থেকে ট্রলিতে করে ইটভাটায় আসার পথে ঢাকা-রংপুর মহাসড়কের বত্রিশ মাইল স্থানে বজ্রপাত হলে এই ঘটনা ঘটে। তারা সকলে পার্শ্ববর্তী গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার বাসিন্দা ও পাওয়ার ট্রলির যাত্রী।
নিহতরা হলেন- বাদশার ছেলে নাজমুল (১৮), সিরুলের ছেলে সিয়াম (২০), আল আমিনের ছেলে শাহাদত (২৫), আয়তালের ছেলে রাশেদুল (২৪) ও চকশোলাগাড়ী গ্রামের জলিলের ছেলে জব্বার।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন পীরগঞ্জ থানার ওসি আবদুল আউয়াল।
খুলনা গেজেট/এসজেড