খুলনা, বাংলাদেশ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

কুয়েট বান্ধব ভিসি নিয়োগের আহবান কর্মকর্তা ও কর্মচারীদের

নিজস্ব প্রতিবেদক

টানা সাড়ে চার মাস ধরে চলা দেশের অন্যতম প্রকৌশল বিশ্ববিদ্যালয় খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)’র চলমান অচলাবস্থা নিরসনে জরুরী ভিত্তিতে বিশ্ববিদ্যালয় বান্ধব একজন ভিসি নিয়োগের আহ্বান জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন বিশ্ববিদ্যালয়ের অফিসার্স এসোসিয়েশন, কর্মকর্তা ও কর্মচারী সমিতি। বৃহস্পতিবার (৩ জুলাই) বেলা আড়াইটায় বিশ্ব বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে তিন সমিতির কার্যনির্বাহী কমিটির জরুরী যৌথ সভা এ আহ্বান জানানো হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের চলমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মো. মঈনুল হকের সভাপতিত্বে ও কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক আহসান হাবিবের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় উপস্থিত নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের চলমান পরিস্থিতিতে প্রশাসনিক শুন্যতা নিরসনপূর্বক বেতন ভাতাদিসহ বিদ্যমান সকল অচলাবস্থা নিরসনে একজন কুয়েট বান্ধব ভিসি নিয়োগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের এ গভীর সংকট ও হতাশার থেকে উত্তরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।

যৌথ সভায় উপস্থিত ছিলেন অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মো. মঈনুল হক, সহ-সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, কর্মকর্তা সমিতির সভাপতি মো. রোকনুজ্জামান, সাধারণ সম্পাদক আহসান হাবিব, কর্মচারী সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. শাহরিয়ার খান, সাধারণ সম্পাদক মো. হাসিব সরদারসহ তিন সমিতির নেতৃবৃন্দ।

যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় ইতিপূর্বে বিশ্ববিদ্যালয় সমস্যা নিরসনের লক্ষে একজন ভিসি নিয়োগ দেওয়া হলেও সংকট নিরসন হয়নি।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!