অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করার অপরাধে বাগেরহাটের মোংলায় ৩টি প্রতিষ্ঠানে ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাব যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
বাগেরহাট ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনের অপরাধে ভাই ভাই ঘোষ ডেয়ারীকে ৭ হাজার টাকা, আদি ঘোষ ডেয়ারীকে ১০ হাজার টাকা এবং সাতক্ষীরা ঘোষ ডেয়ারীকে ২০হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সকল ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য বিক্রয় থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদদারী করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এ সময়ে উপস্থিত ছিলেন, র্যাব-৬ এর সদর কোম্পানির কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ রাসেলসহ অন্যান্য কর্মকর্তারা।
খুলনা গেজেট/ এসজেড