খুলনা, বাংলাদেশ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  রাজধানীর সূত্রাপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, স্বামী-স্ত্রী ও তিন সন্তান দগ্ধ
  দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আবুল বারাকাত গ্রেপ্তার

যে সিনেমার কারণে অমিতাভ আজ সুপারস্টার

বিনোদন ডেস্ক

বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন আজ যে উচ্চতায় পৌঁছেছেন তার পেছনে রয়েছে দীর্ঘ সংগ্রাম ও অগণিত ফ্লপ ছবির ইতিহাস। তবে ১৯৭৮ সালটি তার ক্যারিয়ারে এক নতুন মোড় নিয়ে আসে। এই বছরই পরপর তিনটি ব্লকবাস্টার ছবি উপহার দিয়ে তিনি বলিউডে নিজের আসন পাকাপোক্ত করেন।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, বিশেষ করে ‘মুকাদ্দার কা সিকান্দার’ ছবিটি অমিতাভকে সুপারস্টারের তকমা এনে দেয়। ১৯৭৮ সালের ২৭ অক্টোবর মুক্তিপ্রাপ্ত এই ছবিটি বক্স অফিসে ঝড় তোলে।

প্রকাশ মেহরা পরিচালিত এই ছবিতে অমিতাভ বচ্চন ও রেখার অনবদ্য রসায়ন দর্শকদের মুগ্ধ করে। কাদের খানের লেখা এই ছবির গল্প সেই সাথে জনপ্রিয় গানগুলো এর সাফল্যের অন্যতম কারণ ছিল। আইএমডিবিতে ছবিটির রেটিং ৭.৪।

মাত্র ১ কোটি টাকা বাজেটের ‘মুকাদ্দার কা সিকান্দার’ ২৬ কোটি টাকারও বেশি আয় করে সেই বছরের সর্বকালের সবচেয়ে বড় ব্লকবাস্টার ছবিতে পরিণত হয়। একই বছর অমিতাভের ‘ডন’ এবং ‘ত্রিশূল’ দারুণ হিট হয়।

মজার ব্যাপার হলো, ১৯৭৮ সালে ধর্মেন্দ্র ও হেমা মালিনীর সুপারহিট ছবি ‘আজাদ’ এবং বিনোদ খান্নার ‘ম্যায় তুলসী তেরে আঙ্গান কি’ মুক্তি পেলেও অমিতাভের ছবির কাছে তারা অনেকটাই পিছিয়ে পড়ে। এভাবেই ‘মুকাদ্দার কা সিকান্দার’ অমিতাভ বচ্চনের ক্যারিয়ারে এক মাইলফলক হয়ে দাঁড়ায় যা তাকে বলিউড সুপারস্টার হিসেবে প্রতিষ্ঠিত করে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!