খুলনা, বাংলাদেশ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় ভুয়া এলসির মাধ্যমে আইএফআইসি ব্যাংকের অর্থ আত্মসাতের মামলায় শেখ ব্রাদার্স এর মালিক এস এম হাফিজুর রহমানের ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত

যে কারণে শাহরুখের বিয়ের প্রস্তাব ফেরান প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক

পর্দায় জনপ্রিয় জুটি বাস্তবেও কাছাকাছি চলে এসেছিলেন, তাতেই বিপত্তি। শাহরুখ খান তখন বিবাহিত। প্রিয়াঙ্কা চোপড়া প্রেম করছিলেন শহিদ কাপুরের সঙ্গে। যদিও পর্দায় শাহরুখ-প্রিয়াঙ্কা জুটি তখন বিপুল জনপ্রিয়। তাদের রসায়ন নিয়ে উচ্ছ্বসিত ছিল দর্শকমহল। শোনা যায়, সে সময়েই তলে তলে ব্যক্তিগত সম্পর্ক গড়ে উঠেছিল তাদের। তার অনেক আগেই কি শাহরুখের বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন প্রিয়াঙ্কা?

ফারহান আখতারের ‘ডন’ ছবিতে জুটি বাঁধার আগে থেকেই পরিচয় দুজনের। তখনও ছবির জগতে আসেননি প্রিয়াঙ্কা। ২০০০ সালে এক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন ‘দেশি গার্ল’, যার চূড়ান্ত পর্বে অন্যতম বিচারক ছিলেন শাহরুখ।

প্রশ্নোত্তর পর্বে সমাজের আলাদা ক্ষেত্রের তিন জনের কথা উল্লেখ করে শাহরুখ জানতে চান প্রিয়াঙ্কা কার গলায় মালা দিতে ইচ্ছুক। চিত্রতারকা হিসেবে নিজেকেও শাহরুখ রেখেছিলেন সেই তালিকায়। তিনি নিশ্চিত ছিলেন প্রিয়াঙ্কা তাকেই বেছে নেবেন। কিন্তু প্রিয়াঙ্কার উত্তর স্তম্ভিত করে দিয়েছিল বলিউড ‘বাদশা’কে।

কী কী বিকল্প রেখেছিলেন শাহরুখ? প্রিয়াঙ্কাকে বলেছিলেন, ‘ধরো, এই তিন জনের মধ্যে একজনকে তোমার বিয়ে করতে হবে। আজহার ভাই (মহম্মদ আজহারউদ্দিন)-এর মতো একজন ভারতীয় খেলোয়াড়, যে তোমাকে বিশ্বের নানা প্রান্তে নিয়ে যাবে, যে দেশকে গর্বিত করবে।’

এরপর শাহরুখ বলেন, ‘দ্বিতীয় জন কোনও শিল্পচেতনাসম্পন্ন ব্যবসায়ী, যার নাম উচ্চারণ করা কঠিন, ধরো, স্বরোভস্কি। যে তোমাকে অলংকারে মুড়ে রাখবে, সুদৃশ্য কণ্ঠহার দেবে, তোমাকে বাড়ির জন্য একটা হাওয়াই চটিও কিনতে হবে না।’

এবার নিজের কথা ঢুকিয়ে দেন কৌশলে। অভিনেতার কথায়, ‘তৃতীয় জন আমার মতো হিন্দি ছবির কোনও তারকা, যে তোমাকে এমন সব প্রশ্ন করেছে।’

বর হিসেবে কাকে মনে ধরবে প্রিয়াঙ্কার?

যে কারণে শাহরুখের বিয়ের প্রস্তাব ফেরালেন প্রিয়াঙ্কা
শাহরুখ এ-ও বলেন, তার উত্তর যা-ই হোক, নম্বরে প্রভাব পড়বে না। শাহরুখ নিশ্চিত ছিলেন, প্রিয়াঙ্কা তার নামই মুখে নেবেন। কিন্তু সবাইকে অবাক করে নায়িকা বললেন, ‘যদি এই তিন জনের মধ্যে থেকে বেছে নিতে হয়, আমি খেলোয়াড়কে বেছে নেবো।’

উত্তর দেওয়ার সময় আত্মবিশ্বাসী ছিলেন প্রিয়াঙ্কা। তিনি বলেন, ‘যখন আমি ঘরে ফিরবো বা সে ফিরবে, আমি তাকে বলতে পারবো তাঁর জন্য ততটাই গর্বিত, যতটা দেশ তাকে নিয়ে গর্বিত। তুমিই সেরা।’

প্রিয়াঙ্কা সেদিন আরও বলেন, ‘তেমন স্বামীর জন্য আমি অসম্ভব গর্বিত হবো, যে দৃঢ় চরিত্রের মানুষ হবে এবং দেশকে গর্বিত করবে।’

তার উত্তর শুনে করতালি দিয়ে অভিনন্দন জানান দর্শকেরা।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!