খুলনা, বাংলাদেশ | ১৩ পৌষ, ১৪৩১ | ২৮ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  আগামী বিজয় দিবসের আগে জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করা হবে : আসিফ নজরুল
  সচিবালয়ের নিরাপত্তার স্বার্থে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত : প্রেস উইং
  কুড়িগ্রামে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, যুবদল নেতা নিহত

যে কারণে মুম্বাইকে পাকিস্তান অধিকৃত কাশ্মীর বললেন কঙ্গনা

বিনোদন ডেস্ক

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই সোশ্যাল মিডিয়ায় একের পর এক বিস্ফোরক মন্তব্য করে চলেছে কঙ্গনা রানাওয়াত। কিছুদিন আগেই টুইটে কঙ্গনা মন্তব্য করেছিলেন মুম্বাই পুলিশের থেকে তিনি নিরাপত্তা চান না। এবার টুইটে আবার ব্যঙ্গ করে লিখলেন, মুম্বাইকে কেন পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মতো মনে হচ্ছে?

৩০ আগস্ট টুইটারে বিজেপি নেতা রাম কদমের টুইট শেয়ার করে কঙ্গনা লিখেছিলেন, বলিউডের ‘মুভি মাফিয়া’দের থেকেও বেশি ভয় তিনি মুম্বাই পুলিশকে পাচ্ছেন। তাই হিমাচল প্রদেশ কিংবা কেন্দ্রীয় সরকারের থেকে নিরাপত্তা চান। তার জেরেই শিব সেনার মুখপত্র ‘সামনা’য় ‘বলিউড ক্যুইন’কে একহাত নেন সঞ্জয় রাউত।

লেখেন, আমাদের বিনম্র অনুরোধ কঙ্গনা যেন মুম্বাইয়ে আর না ফেরেন। মুম্বাই পুলিশকে ভীষণভাবে অপমান করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রণালয় এ বিষয়ে ব্যবস্থা নেওয়া উচিত। এই খবর শেয়ার করে টুইটে কঙ্গনা লেখেন, শিব সেনা নেতা সঞ্জয় রাউত আমাকে প্রকাশ্যে হুমকি দিয়েছেন আর মুম্বাইয়ে ফিরতে বারণ করেছেন। মুম্বাইয়ের রাস্তায় আজাদি দেওয়াল লিখনের পর এবার প্রকাশ্যে এমন হুমকি! আচমকা মুম্বাইকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মতো লাগছে কেন?

এদিকে সুশান্ত মামলায় মিডিয়ায় মুম্বাই পুলিশের এর ভাবমূর্তি নষ্ট করার অভিযোগে কোর্টে পিআইএল দাখিল করেছেন আটজন অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার। মুম্বাই পুলিশের বিভিন্ন পদে তাঁরা কাজ করেছিলেন। অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের এই পদক্ষেপকে সমর্থন করেছেন ভারতের মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। সূত্র : সংবাদ প্রতিদিন।

খুলনা গেজেট/এমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!