বাংলাদেশে সোমবার (৩১ মার্চ) বিপুল উৎসব-উচ্ছ্বাসের সঙ্গে একযোগে পালিত হচ্ছে ঈদুল ফিতর। সে উপলক্ষ্যে টাইগার ক্রিকেটাররা বেশ কিছুদিন ধরেই ছুটিতে রয়েছেন। ঈদ পালন করছেন পরিবারের সঙ্গে। যাদের উল্লেখযোগ্য একটি সংখ্যা নিজ নিজ বাড়িতে ছুটে গেছেন ঈদের ছুটি কাটাতে। তাসকিন আহমেদ অবশ্য পরিবারের সঙ্গে ঢাকাতেই সময়টা উপভোগ করছেন।
ডানহাতি এই তারকা পেসার ঈদের নামাজের পর সকালে মুখোমুখি হন গণমাধ্যমের। সেখানে জানিয়েছেন, ঈদ নিয়ে নিজের আনন্দের কথা। তাসকিনের সঙ্গে নামাজ আদায় করতে একসঙ্গে গিয়েছিলেন তার বাবা ও ছেলে তাসফিন।
ক্রিকেটীয় ব্যস্ততার কারণে অনেক সময়ই স্বজনদের কাছে পাওয়া হয় না ক্রিকেটারদের। সে হিসেবে পরিবারের সঙ্গে ঈদ করতে পারা সৌভাগ্যের বলে জানিয়েছেন তাসকিন, ‘আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞ যে পুরো পরিবার একসঙ্গে ঈদ করতে পারছি। এটা অনেক বড় সৌভাগ্য এবং আল্লাহর প্রতি অনেক ধন্যবাদ।’
পরে পরিবারের কথা জানিয়ে তাসকিন বলেন, ‘পরিবারের সঙ্গে ঈদ সবসময় স্পেশাল। ছোটবেলার মতো এখনও ঈদগায় আসি নামাজ আদায় করতে।’
ঈদ শেষে অবশ্য খুব বেশি বিশ্রামের সময় পাচ্ছেন না ক্রিকেটাররা। কেননা আগামী ৬ এপ্রিল থেকে শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) নবম রাউন্ডের খেলা। গ্রুপ পর্বের খেলা শেষেই অবশ্য জাতীয় দলের ক্রিকেটাররা যোগ দেবেন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের ক্যাম্পে।
খুলনা গেজেট/এএজে