বাংলাদেশ যুব ইউনিয়নের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনা জেলা ও মহানগর কমিটির উদ্যোগে সোমবার (২৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় সংগঠন কার্যালয়ে জেলা সভাপতি ধীমান বিশ্বাসের সভাপতিত্বে এবং মহানগর সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াসাত আলী রিয়াজের পরিচালনায় এক পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রাক্তন যুব ইউনিয়নের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন জেলা সভাপতি এস এ রশীদ, মহানগর সভাপতি মিজারনুর রহমান বাবু, জেলা সাধারণ সম্পাদক এড. প্রীতিশ ম-ল, যুবনেতা শেখ আব্দুল হান্নান, সুতপা বেদজ্ঞ, রঙ্গলাল মৃধা, শেখ আব্দুল হালিম। এ ছাড়াও উপস্থিত ছিলেন যুব ইউনিয়ন মহানগর সভাপতি আফজাল হোসেন রাজু, সহ-সভাপতি শাহ্ ওয়াহিদুজ্জামান জাহাঙ্গীর, প্লাবন পাল বাঁধন, অর্থ সম্পাদক উজ্জ্বল বিশ্বাস, প্রচার সম্পাদক রাজিবুর রহমান রাজিব, যুবনেতা মোঃ জামাল হোসেন, মোঃ ফেরদৌস সানা, ছাত্র নেতা সৌরভ সমাদ্দার, সৌমিত্র সৌরভ, নাহিদ হাসান প্রমুখ।
আলোচনায় বক্তারা বলেন, বর্তমান দেশে একদলীয় ফেসিবাদী স্বৈরতান্ত্রিক দুঃশাসন বিদ্যমান। মানুষের গণতান্ত্রিক ভোটাধিকার ভূলুণ্ঠিত। মুক্তিযুদ্ধের চেতনার নাম করে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। চলছে বিচার বহির্ভূত হত্যাকান্ড। শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে, প্রশ্নপত্র ফাঁস করে ভর্তি হচ্ছে অমেধাবিরা আর বাদ পড়ছে মেধাবিরা। দেশের মানুষ কোনো কথা বলতে পারছে না, কারণ সরকার ডিজিটাল আইন করে কণ্ঠ চেপে ধরেছে। প্রতি বছর দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। পাচারকারীরা ঐ টাকা বিদেশে ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসেছে আর দেশের কোটি কোটি যুবক বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে। বক্তারা বলেন, বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করো নইলে বেকার ভাতা দিতে হবে।
খুলনা গেজেট/কেডি