বাংলাদেশ যুব ইউনিয়ন খুলনা মহানগরের অন্তর্গত সোনাডাঙ্গা থানার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ মে) বিকেল সাড়ে ৪টায় দলের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে সোনাডাঙ্গা থানা সভাপতি তুষার বর্মণের সভাপতিত্বে সঞ্চালনা করেন থানা সদস্য প্লাবন পাল বাধন।
অতিথি ছিলেন যুব ইউনিয়নের প্রেসিডিয়াম সদস্য অ্যাড. নিত্যানন্দ ঢালী, মহানগর সভাপতি আফজাল হোসেন রাজু, সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবনেতা ওয়াস্তি রহমান রিসান, অভি রহমান, রাশেদ জামান, প্রীতম সরদার, রাশেদ শেখ, অনিক ঘোষ, প্লাবন চন্দ, ওমর ফারুক, মোঃ সাইমন শেখ, সৈয়দ কৌশিক, তনুশ্রী তনু, মোঃ ফাইজান, সজীব শীল, তুষার দত্ত, পাপিয়া সাহা, শেখর মণ্ডল প্রমুখ।
সম্মেলনে শোক প্রস্তাব, সাধারণ সম্পাদকের প্রতিবেদন, অর্থ রিপোর্ট উপস্থাপনের পর তা অনুমোদন হয়।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে প্লাবন পালব বাধনকে সভাপতি ও ওয়াস্তি রহমান রিসানকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট সোনাডাঙ্গা থানা কমিটি গঠিত হয়।
খুলনা গেজেট/এমএনএস